এড়িয়ে যাওয়াই কৌশল

মালাইকা-ঘনিষ্ঠ একজনের কথায়, ‘‘যে পার্টিতে অর্জুন যাচ্ছেন, সেই পার্টিতে মালাইকা যাচ্ছেন না। আর যদি যাওয়া আবশ্যক হয়, তবে দু’জনে এমন সময় বেছে নিচ্ছেন, যেন তাঁদের একসঙ্গে ছবি না নেওয়া যায়।’’

Advertisement
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০৮:০০
Share:

অর্জুন ও মালাইকা

গুঞ্জনটা নতুন নয়। মালাইকা অরোরা আর আরবাজ খানের বিচ্ছেদের নেপথ্যে যে তৃতীয় ব্যক্তির নাম শোনা যায়, তিনি অর্জুন কপূর। মালাইকা-অর্জুনের সম্পর্ক নিয়ে লেখাও হয়েছে বিস্তর। দু’জনে প্রকাশ্যে কিছু না বললেও নিন্দুকদের থামানো যায়নি। শোনা যাচ্ছে, পরবর্তী কালে গসিপ এড়ানোর জন্যই নতুন কৌশল ফেঁদেছেন মালাইকা-অর্জুন।

Advertisement

মালাইকা-ঘনিষ্ঠ একজনের কথায়, ‘‘যে পার্টিতে অর্জুন যাচ্ছেন, সেই পার্টিতে মালাইকা যাচ্ছেন না। আর যদি যাওয়া আবশ্যক হয়, তবে দু’জনে এমন সময় বেছে নিচ্ছেন, যেন তাঁদের একসঙ্গে ছবি না নেওয়া যায়।’’ শোনা যাচ্ছে, সম্প্রতি দীপাবলির পার্টিতেও আলাদা আলাদা সময়ে এসেছেন দু’জনে। বেরোনোর জন্য আলাদা আলাদা বাহির পথও ব্যবহার করেছেন।

তবে বলিউডে ছাই তো চাপা থাকে না। আগুন লাগলে ধোঁয়া দেখা যাবেই!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement