Entertainment News

যমজ সন্তান হতে চলেছে জর্জ-আমালের?

এক মাস আগে শোনা গিয়েছিল বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিন। কিন্তু এখন শোনা যাচ্ছে আমাল নাকি সন্তানসম্ভবা। চলতি বছরেই নাকি যমজ সন্তানের জন্ম দেবেন তিনি। গত মঙ্গলবার লেবাননের একটি ইংরেজি দৈনিক ‘ডেলি স্টার’-এ এই খবর প্রকাশিত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ১৫:২১
Share:

এক মাস আগে শোনা গিয়েছিল বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিন। কিন্তু এখন শোনা যাচ্ছে আমাল নাকি সন্তানসম্ভবা। চলতি বছরেই নাকি যমজ সন্তানের জন্ম দেবেন তিনি। গত মঙ্গলবার লেবাননের একটি ইংরেজি দৈনিক ‘ডেলি স্টার’-এ এই খবর প্রকাশিত হয়েছে। যদিও দম্পতির তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

২৭ সেপ্টেম্বর, ২০১৪। ৫৪ বছরের ক্লুনি বিয়ে করেছিলেন ৩৬ বছরের আমালকে। সেই রয়্যাল ওয়েডিং ঘিরে সে সময় যথেষ্ট শোরগোল পরেছিল বিনোদন দুনিয়ায়। গত ডিসেম্বরে শোনা গিয়েছিল, ৩০ কোটি ডলারের সমঝোতায় নাকি হবে তাঁদের ডিভোর্স। জানা গিয়েছিল, দু’বছরের দাম্পত্যে আমাল সন্তান চেয়েছিলেন। কিন্তু জর্জ ক্লুনি তাতে রাজি হননি। সে কারণে নাকি তাঁরা আলাদাও থাকছিলেন। আমালের সন্তানসম্ভবনার জল্পনায় অনেকে মনে করছেন, হয়তো ডিভোর্স আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।

আরও পড়ুন, ডিভোর্সের পথে জর্জ ক্লুনি-আমাল আলামুদ্দিন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement