সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট করিনা?

তা হলে কি খবরটা সত্যি? সত্যিই কি রয়্যাল পরিবারে আসতে চলেছে নতুন অতিথি? বলিউডে জোর গুঞ্জন, বেগম করিনা নাকি সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা! তা হলে কি প্রাক্তন প্রেমিক শাহিদ কপূরের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও এ বছরই সংসারে ওয়েলকাম জানাবেন নতুন সদস্যকে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ১৬:৫৭
Share:

তা হলে কি খবরটা সত্যি? সত্যিই কি রয়্যাল পরিবারে আসতে চলেছে নতুন অতিথি? বলিউডে জোর গুঞ্জন, বেগম করিনা নাকি সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা! তা হলে কি প্রাক্তন প্রেমিক শাহিদ কপূরের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও এ বছরই সংসারে ওয়েলকাম জানাবেন নতুন সদস্যকে?

Advertisement

নাহ! এই প্রশ্নের সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি খান-পরিবারের তরফে। কিন্তু বেবোর মাত্রাতিরিক্ত ঢিলেঢালা পোশাক, হাতে কোনও কাজ না নেওয়া কিন্তু সুখবরেরই ইঙ্গিত দিচ্ছে। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, হাবি সইফের সঙ্গে নাকি লন্ডনে রিল্যাক্স করতে গিয়েছেন করিনা। সেখান থেকে ফেরার সময় এয়ারপোর্টে সারা শরীর ঢাকা একটি লুজ ড্রেস পড়েছিলেন করিনা। লন্ডনে কর্ণ জোহরের পার্টিতেও নাকি এমনই ঢিলে পোশাকে দেখা গিয়েছে নবাব-ঘরণীকে। কিন্তু তাঁর মধ্যেও তাঁর ছোট্ট বেবি বাম্প নজর এড়ায়নি কারও। এ ব্যাপারে প্রশ্ন করা হলে অবশ্য শুধু মুচকি হেসেই পাশ কাটিয়েছেন বি-টাউনের এই রোমান্টিক কাপল।

আরও পড়ুন: বউকে ঘুষ দিয়ে নায়িকাদের চুমু খান ইমরান!

Advertisement

সামনেই আসছে করিনার ‘উড়তা পঞ্জব’। কিন্তু শোনা যাচ্ছে এরপর নাকি আর কোনও কাজই হাতে নিচ্ছেন না করিনা। কেন? তা বলে কি সত্যিই নতুন অতিথির প্রতীক্ষায় দিন গুনছে রাজ পরিবার?

এই সম্ভাবনায় নতুন শিলমহর দিলেন করিনার বাবা রণধীর কপূর। এ দিন মেয়ের প্রেগন্যান্সি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আশা করি খবরটা সত্যি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন