কৌশিক গঙ্গোপাধ্যায় কি ঋতুপর্ণা সেনগুপ্ত-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ছবি বানাচ্ছেন? ছবি: সংগৃহীত।
হঠাৎই খবরে তাঁরা তিন জনে। এক ফ্রেমে ধরা পড়েছেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। তার পরেই টলিপাড়ায় শোরগোল, জুটির ৫১তম ছবি নাকি এ বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে। ত্রয়ী তাই এক।
গুঞ্জনের এখানেই শেষ নয়। এমনও কথা শোনা যাচ্ছে, আদ্যন্ত প্রেমের ছবিতেই জুটিকে নাকি দেখা যাবে আবার। কেউ কেউ দাবি তুলেছেন, কৌশিক নাকি এ বছরের পুজোয় তাঁর দর্শককে ‘অযোগ্য ২’ উপহার দিতে চলেছেন। দাবানলের মতো খবর ছড়াতেই টলিউড সরগরম। তা হলে কি প্রসেনজিৎ-জিৎ-দেবের ত্রিকোণমিতির সাক্ষী থাকতে চলেছে এ বছরের পুজো?
যা রটেছে তা-ই কি ঘটছে? এ বছরের পুজোয় দর্শককে ‘অযোগ্য ২’ উপহার দেবেন কৌশিক?
যোগাযোগ করে পরিচালকের কাছে প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। সঙ্গে সঙ্গে সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কৌশিক। হাসতে হাসতে বলেছেন, “বুম্বাদা ডাবিং করতে এসেছিলেন। আমিও গিয়েছিলাম স্টুডিয়োয়। সেখানে আমাদের তিন জনের দেখা। সারা ক্ষণ সবাই আমরা একসঙ্গে। দেখা হলে আড্ডা দিই। একসঙ্গে বসি। ছবিও তুলি। সেটাই হয়েছে।”
এ-ও জানিয়েছেন, ‘কিশোরকুমার জুনিয়র’ ছাড়া এখনও পর্যন্ত তাঁর কোনও ছবি পুজোয় মুক্তি পায়নি। এ বছরেও তার অন্যথা হচ্ছে না। তিনি বক্তব্য জানিয়েছেন তাঁর ‘অযোগ্য ২’ নিয়েও। কৌশিকের কথায়, “বুম্বাদা-ঋতুকে নিয়ে বানানো আমার দুটো ছবিই হিট। নিশ্চয়ই আবার ওঁদের নিয়ে ছবি বানাব। তবে এখনই নয়। আর ‘অযোগ্য ২’ বানানোর কোনও পরিকল্পনাই নেই।” ফের রসিকতার মেজাজে পরিচালক-অভিনেতা। বলেছেন, “আমার বিশ্বাস, ছবি ভাল হলে, গল্পে বাঁধুনি থাকলে উৎসব ছাড়াও ছবি হিট। ‘স্বার্থপর’ তার টাটকা উদাহরণ। এটা শুধুই আমার ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।”
সেই বিশ্বাসের জোরেই শুধু শারদীয়া কেন, বড়দিন, নাটাই চণ্ডী, রটন্তী কালীপুজো, বিশ্বকর্মাপুজো বা অন্য কোনও পুজোতেই ছবিমুক্তির বাড়তি কোনও উদ্যোগ নেন না তিনি, জানিয়েছেন কৌশিক। তিনি মনে করেন, ছবি বানানো তাঁর কাজ, ছবিমুক্তির দিন ঠিক করার দায়িত্ব প্রযোজকের।