কৃতি সেননের কৃতিত্বে তোলপাড় বিনোদনদুনিয়া। ছবি: সংগৃহীত।
দক্ষিণী বিনোদনদুনিয়ার দর্শক কৃতি সেননকে মাথায় তুলে নাচছেন! শুক্রবার মুক্তি পেয়েছে ধনুষ এবং কৃতি অভিনীত ছবি ‘তেরে ইশ্ক মেঁ’। দক্ষিণী দর্শকেরা সেই ছবি দেখার পর থেকেই দাবি করেছেন, “‘নেপো কিড’দের স্বজনপোষণের কারণে অনেক ভাল অভিনেত্রী ভাল ছবিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পান না।”
গুঞ্জন, বলিউড এবং দক্ষিণী বিনোদনদুনিয়ায় এই ছবি ঘিরে নাকি কম চর্চা হয়নি। ছবিমুক্তির আগে, অনেকেই নাকি দ্বিধাগ্রস্ত ছিলেন-- আদ্যন্ত অ্যাকশনধর্মী ছবিতে কৃতি নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন। খবর, ছবি দেখে সকলেরই সেই দ্বিধা কেটেছে। প্রত্যেকে একবাক্যে স্বীকার করেছেন, ‘লেডি কবীর সিংহ’ চরিত্রে কৃতি নিখুঁত। এমনও বলতে শোনা গিয়েছে, এই ছবিতে অভিনয় করে কৃতি প্রমাণ করেছেন, তিনি আলিয়া ভট্টের থেকেও ভাল অভিনেত্রী। সঠিক সুযোগ পান না বলেই নিজেকে প্রমাণ করতে পারেন না।
যাঁকে ঘিরে প্রশংসার ঢল, তিনি কী বলছেন? খবর, ছবিতে তাঁর অভিনয় ভাল লেগেছে দর্শকের, সে কথা জেনেছেন নায়িকা। তিনিও স্বাভাবিক ভাবেই আপ্লুত। নায়িকা সমাজমাধ্যমে দর্শককে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “নিজেকে ছড়িয়ে না দিলে, নতুন ঝুঁকি না নিলে নিজেকে প্রমাণ করা যায় না। এই ছবিতে সে সবই করার চেষ্টা করেছি। দর্শককে ধন্যবাদ। তাঁদের আমার কাজ ভাল লেগেছে।” তবে দর্শকের তোলা ‘স্বজনপোষণ’-এর অভিযোগ তিনি সযত্নে এড়িয়ে গিয়েছেন।