Kumar Shanu

Kumar Shanu: প্রথম ব্যর্থ প্রেমের বিষয়ে মুখ খুললেন গায়ক কুমার শানু

বিখ্যাত গায়ক সেই মহিলাকে কিছু বলবেন? এ বারেও প্রকাশ্যে অনুভূতি ভাগ করে নিয়েছেন বাংলার কেদার ভট্টাচার্য ওরফে কুমার শানু। অনামিকার উদ্দেশে তাঁর স্বীকারোক্তি, ‘‘তুমি সে দিন এ ভাবে আমায় বলে খুব ভাল করেছ। তাই আজ আমি কুমার শানু হতে পেরেছি। তোমায় অনেক ধন্যবাদ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ১৪:৫৮
Share:

কুমার শানু

যাঁর গাওয়া অজস্র প্রেমের গানে নয়ের দশক মাতোয়ারা সেই ‘মেলোডি কিং’ নাকি প্রথম জীবনে প্রেমে ব্যর্থ হয়েছিলেন। এক মেয়ে তাঁকে ফিরিয়ে দেন! বিশ্বাস করা যায়? অবিশ্বাস করারও উপায় নেই। কারণ, গায়ক নিজের মুখে বলেছেন, ‘‘মেয়েটিকে ‘ভালবাসি’ বলতেই সরাসরি প্রত্যাখ্যান! মুখের উপরে বলেছিল, ‘‘আমি তো তোমায় ভালবাসি না! তা ছাড়া, তুমি কে? কী কর? আমায় খাওয়াবে কী?’’

Advertisement

এই প্রজন্মের সামনে নিজমুখে এ কথা জানিয়েছেন স্টার জলসার ‘সুপার সিঙ্গার ৩’-এর অন্যতম বিচারক। এত দিন পরে হঠাৎ ব্যর্থ প্রেমের কথা উচ্চারিতই বা হল কেন তাঁর মুখে? গানের অনুষ্ঠানের চলতি সপ্তাহের শনি-রবিবারের রাত সাড়ে ৯টার পর্ব প্রেম-ব্যর্থতা নিয়ে। সঞ্চালক যিশু সেনগুপ্তকে গায়ক জানিয়েছেন, আজও তিনি ভোলেননি সেই প্রত্যাখ্যান।

শানু এবং যিশু

একটি মেয়েকে ভাল লাগত গায়কের। ক্রমশ ভালবেসে ছিলেন। এক দিন সাহস করে প্রেমের কথা জানাতেই এই কাণ্ড! সে দিন কুমার শানু কোনও উত্তর দিতে পারেননি। মাথা নীচু করে চলে এসেছিলেন। বুকের ভিতরে সেই ক্ষত আজও টাটকা! এর পরেই সঞ্চালক যিশুর বক্তব্য, সেই মেয়েটিও নিশ্চয়ই এই বিশেষ পর্ব দেখছেন। বিখ্যাত গায়ক তাঁকে কি কিছু বলবেন? এ বারেও প্রকাশ্যে অনুভূতি ভাগ করে নিয়েছেন বাংলার কেদার ভট্টাচার্য ওরফে কুমার শানু। অনামিকার উদ্দেশে তাঁর স্বীকারোক্তি, ‘‘তুমি সে দিন এ ভাবে আমায় বলে খুব ভাল করেছ। তাই আজ আমি কুমার শানু। তোমায় অনেক ধন্যবাদ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement