Entertainment News

কনের সাজে মনামী, বিয়ে করছেন নাকি?

ঠিক এই সাজেই অভিনেত্রী মনামী ঘোষ ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখেই ওয়েব মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি বিয়ে করতে চলেছেন মনামী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০১৮ ১৫:০৯
Share:

মনামীর শেয়ার করা সেই ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

ঘিয়ে রঙা শাড়ি। লাল পাড়। শাঁখা-পলার সঙ্গে গা ভরা গয়না। কপালে নিখুঁত চন্দন। শোলার মুকুট। সব মিলিয়ে নতুন কনে। এখনই যেন বিয়ের পিঁড়িতে বসবেন।

Advertisement

ঠিক এই সাজেই অভিনেত্রী মনামী ঘোষ ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখেই ওয়েব মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি বিয়ে করতে চলেছেন মনামী?

টলিউডে বিয়ের মরসুম চলছে। সম্প্রতি রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে মেতে ছিল গোটা টলি পাড়া। তাই মনামীও বিয়ে করতে চলেছেন কিনা সে গসিপ চলছে পুরোদমে।

Advertisement

বিয়ে তো মনামী করছেনই। তবে তা রিয়েল নয়, রিল লাইফে। এ কথা ওয়েব ওয়ালে নিজেই স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন, ঐন্দ্রিলা নন, দেখুন অঙ্কুশের ‘ওনলি লভ’ কী?

এই ছবিটি শেয়ার করে মনামী লিখেছেন, ‘শুটিং, পরমার বিয়ে…।’

অর্থাত্ মনামী অভিনীত কোনও চরিত্রের বিয়ের শুটিং। কেরিয়ারে এখনও পর্যন্ত এতবার কনে সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন যে এ হেন গসিপে হয়তো তাঁর কিছুই আর যায় আসে না। Ⓜ️ (_)

Ⓜ️ (_)

অর্থাত্ মনামী অভিনীত কোনও চরিত্রের বিয়ের শুটিং। কেরিয়ারে এখনও পর্যন্ত এতবার কনে সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন যে এ হেন গসিপে হয়তো তাঁর কিছুই আর যায় আসে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement