entertainment News

জিও সিমের জন্য ‘প্রিয়ঙ্কা চোপড়ার অ্যাপ্লিকেশন ফর্ম’ ইন্টারনেটে ভাইরাল

রিলায়েন্সের জিও ফোরজি কানেকশন নেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এ বার সেই উন্মাদনাতে নাকি মেতে উঠেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। তিনি নাকি রিলায়েন্স জিও ফোরজি কানেকশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন, এমনটাই খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৪
Share:

রিলায়েন্সের জিও ফোরজি কানেকশন নেওয়ার জন্য দেশের কোটি কোটি মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এ বার সেই উন্মাদনাতে নাকি মেতে উঠেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। তিনি নাকি রিলায়েন্স জিও ফোরজি কানেকশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন, এমনটাই খবর।

Advertisement

আর প্রিয়ঙ্কার সেই অ্যাপ্লিকেশনের ছবিই ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। যদিও সেই অ্যাপ্লিকেশনটি প্রিয়ঙ্কার নিজেরই কিনা, তা কিন্তু কেউ যাচাই করেননি। এই ফর্মটিতে নায়িকার পাসপোর্ট সাইজের ছবি, তাঁর সই এবং অন্যান্য বিবরণও রয়েছে। মুকেশ অম্বানী তাঁর কোম্পানির ‘জিও ফোরজি’ প্ল্যান লঞ্চ করেছেন। এরপরেই নিজের টুইটার অ্যাকাউন্টে প্রিয়ঙ্কা মুকেশ অম্বানীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘নীতা, মুকেশ এবং গোটা টিমকে জিও ডিজিটাল লাইফ লঞ্চ করার জন্য অনেক শুভেচ্ছা। এই ভার্সনটি আমাদের দেশকে আমূল পরিবর্তন করে দেবে।’ যদিও ফর্মটি তাঁর নিজেরই কিনা তা নিয়ে মুখ খোলেননি প্রিয়ঙ্কা চোপড়া। নায়িকা এখন নিউইয়র্কে এবিসি টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ে ব্যস্ত।

আরও পড়ুন, রণবীরের ফেভারিট কুমিরের মাংস!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement