Celebrity Gossip

জাহাজের খোঁজে হন্যে ‘লায়ন’-এর নির্মাতারা, বাংলাদেশে কি জিতের যাত্রা স্থগিত?

বেশ কিছু দিন ধরে গুঞ্জন, বাজেটের কারণে নাকি রায়হান রাফী পরিচালিত ছবির কাজ স্থগিত থাকছে। অর্থাৎ, বাংলাদেশের ছবিতে দেখা যাবে না জিতকে। ঘটনা কি সত্যি?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৭:২৬
Share:

‘লায়ন’ ছবিতে অভিনয় করছেন জিৎ ? ছবি: সংগৃহীত।

রায়হান রাফীর পরিচালনায় ও পার বাংলায় পা রাখতে চলেছেন জিৎ। ছবির নাম ‘লায়ন’। দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হবে। এ পার বাংলার প্রযোজক শ্যামসুন্দর দে। খবর ছড়ানো মাত্র উৎসবে মেতেছিলেন অভিনেতার অনুরাগীরা। এ-ও শোনা গিয়েছিল, সেই ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী বা আফরান নিশো। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু, গত কিছু দিন ধরে নতুন গুঞ্জন, সব কিছু নাকি ঠিক নেই! বাজেটের কারণে স্থগিত ‘লায়ন’।

Advertisement

তা হলে কি, জিতের বাংলাদেশ বিজয় সম্ভব হচ্ছে না? এমনই খবরে যখন সমাজমাধ্যম ছয়লাপ তখন সত্যাসত্য জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রযোজকের সঙ্গে।

প্রশ্ন শুনে প্রযোজকের দাবি, এই ধরনের খবর তাঁরও চোখে পড়েছে। তাঁর কথায়, “একদম বাজে কথা। কেন ছবি বন্ধ হবে? প্রায় রোজ ছবি নিয়ে পরিচালক রায়হানের সঙ্গে কথা হচ্ছে। কথা হচ্ছে জিতের সঙ্গেও।” তা হলে কেন এ রকম খবর ছড়াল? শ্যামসুন্দরের মতে, ছবির জন্য একটা জাহাজ লাগবে। সেটি জোগাড় করা সময়সাপেক্ষ, ব্যয়সাপেক্ষও। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে, সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়। তার জন্যই সময় লাগছে। তাই এ বছর নয়, আগামী বছরের গোড়ায় শুরু ছবির শুটিং। সম্ভবত এই খবর থেকেই ছবি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুজন রটেছে।

Advertisement

তিনি আরও জানিয়েছেন, “ছবি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরও রটেছে, ছবিতে নিশোও থাকছেন না। এরও ভুল ব্যাখ্যা হয়েছে।” প্রযোজক জানিয়েছেন, প্রথমে ঠিক ছিল আগামী ইদে ছবি মুক্তি পাবে। সেই অনুযায়ী শুটিংয়ের যে সময় ঠিক করা হয়েছিল সেই সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না। কারণ, তাঁর ছবিও ইদের মু্ক্তি পাচ্ছে। নিশো ইচ্ছুক নন বলে ছবিতে রাজি হননি, এমন নয়। বরং অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম। তিনি শরিফুল রাজ। দুই বাংলার প্রযোজক এব‌ং পরিচালক তিন অভিনেতাকে বেছেছেন—চঞ্চল, নিশো, রাজ। যাঁর দেওয়া সময়ের সঙ্গে শুটিংয়ের সময় মিলবে তাঁকে এই ছবিতে দেখা যাবে। তবে এখনও নায়িকা নির্বাচন হয়নি।

তা হলে ছবির বর্তমান অবস্থা কী? শ্যামসুন্দর বলেছেন, “প্রথম দফার চিত্রনাট্য তৈরি। এ বার তাকে ফের ঘষামাজা শুরু হবে। শুটিং হবে দুই বাংলা এবং বিদেশে। তার জন্য জায়গা খোঁজা চলছে। রায়হানের ছবি মানেই গানের গুরুত্বপূর্ণ ভূমিকা।” ছবিতে চারটি গান থাকবে। হয়তো দুই বাংলা মিলিয়ে চার জন সঙ্গীত পরিচালক গান বাঁধবেন। গায়ক বা গায়িকা নির্দিষ্ট হয়েছেন? প্রযোজকের বক্তব্য, “রায়হানের ইচ্ছে অরিজিৎ সিংহ একটা গান করুন। আমরা চেষ্টা করছি। ব্যস্ততার মধ্যে থেকে অরিজিৎ সময় বার করতে পারলে ছবিতে তাঁর কণ্ঠ শোনা যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement