Entertainment News

বিয়ে করে ফেললেন প্রিয়ম-শুভজিত্?

প্রিয়ম-শুভজিতের রিয়েল লাইফ সম্পর্কের খবর জানেন টলি পাড়ার অনেকেই। তা হলে কি বিয়েটা করেই ফেললেন এই জুটি?

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ১৩:১৩
Share:

বিয়ের সাজে শুভজিত্-প্রিয়ম।

গোল সিঁদুরের টিপ। চন্দন। লাল বেনারসি। গলায় ফুলের মালা। পাশে চশমা পরা যুবকটিও বরের বেশে। এই নতুন কনেকে আপনি চেনেন হয়তো। ইনি অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। পাশে রয়েছেন শুভজিত্ কর। প্রিয়ম-শুভজিতের রিয়েল লাইফ সম্পর্কের খবর জানেন টলি পাড়ার অনেকেই। তা হলে কি বিয়েটা করেই ফেললেন এই জুটি?

Advertisement

প্রশ্ন শুনে হেসে ফেললেন প্রিয়ম। বললেন, ‘‘অনস্ক্রিন বিয়েটা করেই ফেললাম আমরা। আমার আর শুভজিতের একসঙ্গে এটা প্রথম কাজ।’’

কাজটা কী? প্রিয়ম শেয়ার করলেন, ‘‘এটা একটা আপকামিং ওয়েব সিরিজ। আড্ডা টাইমসের জন্য। এক গ্যাংলর্ডের বায়োপিক। একাত্তরে বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসে এই পরিবার। কলকাতায় কী ভাবে তারা ক্রাইমের মাধ্যমেই গরিবদের পাশে দাঁড়ায়, কী ভাবে গ্যাংস্টার হয়ে ওঠে, তারই গল্প। আমার এক বীরাঙ্গনার চরিত্র। চূর্ণী সেনাপতি। দেবেন সেনাপতির স্ত্রী। দেবেনের চরিত্র করছে শুভজিত্। এর আগে এই ইতিহাস খুচরো খুচরো ভাবে পড়েছিলাম। কিন্তু ওয়ার্কশপ করে কাজটা করতে গিয়ে প্রচুর জানতে পেরেছি। এখনই এর থেকে বেশি কিছু বলতে পারব না।’’

Advertisement

আরও পড়ুন, ইগো বুস্ট করতে কেউ তেল চায়, কেউ সেক্স, বলছেন শ্রীলেখা

এই ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। চারটে সিজনের গল্প নিয়ে আসছে এই ওয়েব সিরিজ। যার প্রথম সিজনের শুটিং এখনও চলছে। প্রথম পোস্টারে প্রিয়ম-শুভজিতের সঙ্গে রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম বারিন সেনাপতি।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement