শাহিদকে কি অপছন্দ করেন সইফ? মুখ খুললেন করিনা

করিনার প্রাক্তন প্রেমিক শাহিদকে ঠিক কেমন চোখে দেখেন সইফ আলি খান? আমরা সবাই শাহিদ ও করিনার সম্পর্কের কথা জানি। এক সময় দু’জনের এতটাই ঘনিষ্ঠতা ছিল যে করিনা-শাহিদকে নিয়ে জল্পনাটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ১১:৩০
Share:

করিনার প্রাক্তন প্রেমিক শাহিদকে ঠিক কেমন চোখে দেখেন সইফ আলি খান? আমরা সবাই শাহিদ ও করিনার সম্পর্কের কথা জানি। এক সময় দু’জনের এতটাই ঘনিষ্ঠতা ছিল যে করিনা-শাহিদকে নিয়ে জল্পনাটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে দু’জনেই বিবাহিত এবং দু’জনেই সুখে ঘর সংসার করছেন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর বহুদিন বলা ভাল আজও পর্যন্ত একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি শাহিদ-করিনা। এই দূরত্বের কারণ কী? করিনা চান না, নাকি এ ব্যপারে সইফের কোনও আপত্তি আছে!

Advertisement

কিন্তু শাহিদকে সইফ ঠিক কী চোখে দেখেন সেই নিয়ে এ বার মুখ খুললেন খোদ করিনা। সম্প্রতি মিডিয়াকে তিনি জানিয়েছেন, শাহিদকে নাকি বেশ পছন্দই করেন সইফ। সইফের নাকি শাহিদকে বেশ ‘নাইস’ বলেই মনে হয়! এই কথা শুনে অবাক হচ্ছেন! করিনার সাফ কথা “এমনটা তো না হওয়ার কিছু নেই!” সত্যিই তো, এমনটাই তো হওয়া উচিত!

আরও পড়ুন, সইফের প্রতিজ্ঞা ভেঙে অর্জুনকে চুমু খেলেন করিনা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement