Entertainment News

বাবা হতে চলেছেন সলমন

ঠিকই পড়ছেন। সলমন বাবা হতে চলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৩:৩৩
Share:

ঠিকই পড়ছেন। সলমন বাবা হতে চলেছেন। তবে ইনি খান নন। ইনি হলেন ডুলকার সলমন। মলিউডের হার্টথ্রব।

Advertisement

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা ডুলকার সলমনের স্ত্রী আমাল সুফিয়াকে একটি বিয়ের অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে দেখা গিয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী মে মাসের শেষে অথবা জুনের শুরুতে প্রথম সন্তানের জন্ম দেবেন আমাল। পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের।

আরও পড়ুন, ট্রেলারেই লক্ষ্মীলাভের ইঙ্গিত দিল ‘দুর্গা সহায়’

Advertisement

অভিনয় ও জনপ্রিয়তার দিক থেকে মলিউডে সলমন রয়েছেন প্রথম সারিতে। এই খবর শুনে ইন্ডাস্ট্রি তো বটেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। আপাতত পরের ছবি ‘সিআইএ: কমরেড ইন আমেরিকা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন। তিনি বিজয় নাম্বিয়ারের সঙ্গে একটি মালায়লম-তামিল ছবির কাজও খুব তাড়াতাড়ি শুরু করবেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement