Shefali Jariwala Death Update

বয়স কমানোর ওষুধের পাশাপাশি শেফালির আকস্মিক মৃত্যুর জন্য এই কারণও দায়ী? মুখ খুলল পুলিশ

শেফালি সকাল থেকে পরিশ্রমও করেছিলেন সে দিন। তাঁর বাড়িতে সে দিন পুজো ছিল। সব মিটতেই ঘটে দুর্ঘটনা!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১০:৪৩
Share:

শেফালি জ়ারিওয়লার মৃত্যুর কারণ প্রকাশ্যে? ছবি: ফেসবুক।

দু’দিনের মধ্যে শেফালি জ়ারিওয়ালার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবে পুলিশ। তার আগে প্রাথমিক তদন্তের পর প্রশাসনের অনুমান, সম্ভবত রক্তচাপের কারণে আকস্মিক মৃত্যু অভিনেত্রীর। শেফালির রক্তচাপ নাকি অনেকটাই কমে গিয়েছিল। তার ফলে হয়তো হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

Advertisement

অভিনেত্রীর মৃত্যু-রহস্য উদ্ঘাটন করতে শেফালির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন একদল ফরেন্সিক অফিসার, আম্বোলি থানার পুলিশ। পরিবারের সদস্য এবং আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন তাঁরা। সেখান থেকে উঠে এসেছে কিছু তথ্য। মৃত্যুর দিন, অর্থাৎ শুক্রবার শেফালির বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল। যে কারণে সকাল থেকে কিছুই খাননি তিনি। আনুমানিক বিকেল ৩টে পর্যন্ত উপোস ছিলেন তিনি। শেফালির বাড়ির রাঁধুনি জানান, পুজো শেষ হলে প্রয়াত অভিনেত্রী ফ্রিজ থেকে সামান্য কিছু খেয়েছিলেন। পুজো উপলক্ষে এ দিন তাঁর বাড়িতে লোকজনের আনাগোনা ছিলই। পরশ ছাবড়া-সহ অনেক জনপ্রিয় মুখ এ দিন শেফালি-পরাগ ত্যাগীর বাড়িতে আমন্ত্রিত ছিলেন। ফলে, বিশ্রাম নেওয়ারও ফুরসত পাননি অভিনেত্রী।

রাত তখন সাড়ে দশটা। পরিবারের প্রত্যেকের দাবি, ওই সময় সকলের সামনে শেফালি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁর স্বামী। বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু ঘটে তাঁর।

Advertisement

এই জবানবন্দি থেকেই আম্বোলি থানার পুলিশের প্রাথমিক অনুমান, উপোসের ফলে হয়তো রক্তচাপ কমে গিয়েছিল শেফালির। যা তাঁর হৃদ্‌রোগের কারণ হতে পারে। প্রশাসন শেফালির মা-বাবা, স্বামী-সহ মোট ১০ জনের জবানবন্দি নিয়েছিল। পাশাপাশি, বয়স কমানোর জন্য দীর্ঘ দিন ধরে ওষুধ, ইঞ্জেকশনও নিচ্ছিলেন শেফালি। তারও পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement