Entertainment News

এই ছবিটা এক বিখ্যাত নায়িকার, কে বলুন তো?

গেস করাটা সত্যিই একটু কঠিন। আসল উত্তরটা দিলে আপনি চমকে যাবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:৩৪
Share:

এই ছবিটিই শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ছবিটা দেখুন তো। ভাল করে দেখুন। আপনাকে বলেই দেওয়া হল, এটি এক বিখ্যাত নায়িকার ছবি। এটাও বলে দেওয়া যেতে পারে, বেশির ভাগ দর্শক এই অভিনেত্রীকে চেনেন। এ বার বলুন তো, ইনি কে?

Advertisement

আরও পড়ুন, ‘ক্যামেরার পিছনে কী কী হয়, এ বার সেটাই দেখাব’

গেস করাটা সত্যিই একটু কঠিন। আসল উত্তরটা দিলে আপনি চমকে যাবেন। ইনি সানি লিওন। বিশ্বাস না হলেও এ কথা সত্যি। এটি সানি লিওনের ছবি। সানি নিজেই তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা এমন কিছু যা আপনারা আগে কখনও দেখেননি। … আমার নতুন প্রোজেক্ট।’

Advertisement

আরও পড়ুন গুরু পুজোর সময় ফাটিয়ে ঝাড়ি করো প্রেমটা নয়

আরও পড়ুন গুরু পুজোর সময় ফাটিয়ে ঝাড়ি করো প্রেমটা নয় 😎

😎

আপাতত ওয়েব দুনিয়ায় ভাইরাল এই ছবি। সকলেই জানতে চাইছেন, সত্যিই কি সানি এটা আপনি? তবে কোন প্রোজেক্টের জন্য সানির এই নয়া অবতার তা অবশ্য তিনি খোলসা করেননি। আগামী নভেম্বরে মুক্তি পাবে ‘তেরা ইনতেজার’। সেখানে আরবাজ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সানি। তবে, এ ছবি যে ওই সিনেমার নয়, তা বলছেন বলি মহলের অনেকেই। একই সঙ্গে সানির নয়া অবতার নিয়ে শুরু হয়েছে জল্পনাও।

সানি আসলে যেমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement