Entertainment News

হাতে এনগেজমেন্ট রিং? তা হলে কি বিয়ে ঐন্দ্রিলার?

ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্কের কথা টলি মহলে কারও অজানা নয়। কিছুদিন আগে এক সাক্ষাত্কারে সামনেই বিয়ে করবেন, এ ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৪:২০
Share:

ঐন্দ্রিলা সেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

গত ১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ক্যাপশনে লেখা ‘দুবাই ডায়েরিজ’, ‘সেলফি লভ’। সানগ্লাস পরা নায়িকার ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছিল তাঁরা বাঁ হাতের অনামিকায় থাকা একটি বড় আংটি। অনেকেই ভেবেছিলেন, এটা কি ঐন্দ্রিলার এনগেজমেন্ট রিং?

Advertisement

ঠিক এই প্রশ্নটাই সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলাকে করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘বাঁ হাতে একটা আংটি দেখতে পাচ্ছি। ওয়েডিং বেল কি বাজছে?’ তার সোজাসুজি উত্তর না দিয়ে ঐন্দ্রিলা লিখেছেন, ‘গেস…’। আর তাতেই ঐন্দ্রিলার বিয়ের জল্পনা আরও বেড়েছে।

ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্কের কথা টলি মহলে কারও অজানা নয়। কিছুদিন আগে এক সাক্ষাত্কারে সামনেই বিয়ে করবেন, এ ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ। ঐন্দ্রিলাও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাননি। ফলে নায়িকার আঙুলে আংটি দেখার পর অনুরাগীদের বিয়ের জল্পনাও অমূলক নয়।

Advertisement

আরও পড়ুন, ইগো বুস্ট করতে কেউ তেল চায়, কেউ সেক্স, বলছেন শ্রীলেখা

যদিও বিয়ে কবে, এ প্রশ্নের এখনও পর্যন্ত সরাসরি উত্তর দেননি অঙ্কুশ বা ঐন্দ্রিলা কেউই।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement