Entertainment News

এটাই কি তৈমুরের আসল ছবি?

প্রায় দু’মাস বয়স হল তার। জন্ম থেকেই সেলেব সে। তবে এ বারই নাকি প্রথম প্রকাশ্যে এল তার আসল ছবি। অন্তত এমনটাই দাবি বলিউডের একটা বড় অংশের। তার নাম তৈমুর আলি খান পাতৌডি। করিনা ও সইফের ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪২
Share:

প্রায় দু’মাস বয়স হল তার। জন্ম থেকেই সেলেব সে। তবে এ বারই নাকি প্রথম প্রকাশ্যে এল তার আসল ছবি। অন্তত এমনটাই দাবি বলিউডের একটা বড় অংশের। তার নাম তৈমুর আলি খান পাতৌডি। করিনা ও সইফের ছেলে।

Advertisement

আরও পড়ুন, মিমির জীবনে নতুন কেউ!

গত ২০ ডিসেম্বর জন্মের পরই তৈমুরের পর পর দু’টি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গত রবিবার রাত থেকে আরও একটি ছবি ঘুরছে ওয়েব দুনিয়ায়। বলা হচ্ছে এটাই নাকি তৈমুরের আসল ছবি। সূত্রের খবর, মোবাইলে তোলা এই ছবি কপূর বা খান পরিবারের কোনও সদস্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যে তা ফের ভাইরাল হয়ে যায়।

Advertisement

এর আগে পেন্সিলে আঁকা তৈমুরের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন খোদ সইফ। কিন্তু এখনও পর্যন্ত সইফ-করিনার তরফ থেকে তৈমুরের অন্য কোনও ছবি প্রকাশ্যে দেওয়া হয়নি। আর রবিবারের এই ভাইরাল হওয়া ছবিটিও তৈমুরেরই কিনা সেটা নিয়ে কপূর বা খান পরিবারের তরফে এখনও কেউ মুখ খোলেননি।

আপাতত ভাইলার এই ছবিটি।— টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement