Aryan Bhowmik

অভিষেকের পথেই আরিয়ান! চুপিসারে বিয়ে সারলেন ‘ভিডিয়ো বৌমা’র আকাশ?

আচমকাই একটি ছবি নিয়ে হইচই। চুপিসারে নাকি বিয়ে করেছেন আরিয়ান ভৌমিক! পাত্রী কে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১২:১৪
Share:

চুপিসারে বিয়ে করলেন আরিয়ান? ছবি: সংগৃহীত।

টিআরপিতে ভাল নম্বর। এই মুহূর্তে ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকের সৌজন্যে আলোচনার কেন্দ্রবিন্তুতে অভিনেতা আরিয়ান ভৌমিক। শোনা যাচ্ছে নায়ক নাকি বিয়ে করেছেন। একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার শুরু। ছবিতে দেখা যাচ্ছে, আরিয়ানের পরনে ধুতি-পাঞ্জাবি। হাতে কুনকে। একেবারে বরবেশে। সেই ছবি দেখার পরেই সকলের মনে প্রশ্ন, তা হলে কি কাউকে কিছু না জানিয়েই বিয়ে করলেন অভিনেতা? টলিপাড়ায় এমনিতেই এখন বিয়ের ট্রেন্ড। সদ্য বিয়ে করেছেন অভিষেক বসু এবং শার্লি মোদক। তার পর আরিয়ানের এই ছবি প্রকাশ্যে আসায় আলোচনা তুঙ্গে।

Advertisement

না, তবে আরিয়ান এখনই বিয়ে করছেন না। আনন্দবাজার ডট কমকে সাফ এ কথা জানিয়ে দিয়েছেন। এই সবটাই যে তাঁর ধারাবাহিকের স্বার্থে, সে কথাও স্পষ্ট করেন অভিনেতা। আরিয়ান বললেন, “ধারাবাহিক 'ভিডিয়ো বৌমা'-এ আসছে নতুন মোড়। সেখানেই দেখানো হবে নায়িকার সঙ্গে আমার বিয়ের পর্ব। তাই এই ছবি।” আগামী ৪ মে সম্প্রচারিত হবে ধারাবাহিকের মহাবিবাহ পর্ব।

‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকের আগামী পর্বে দর্শক দেখবেন মাটি এবং আকাশের বিয়ে। সেই পর্বের শুট চলছিল। সেই শুটিংয়ের একটি ছবি নায়িকা রিখিয়া রায়চৌধুরী নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্টও করেন। লেখেন, “এখান থেকেই চিরকালের শুরু।” শুধুমাত্র ছোট পর্দায় অভিনয় নয়, আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের কৌতূহল। তাঁর প্রেমজীবন নিয়ে আগেও আলোচনা হয়েছে। যদিও অভিনেতার দাবি, এখন তিনি পুরোপুরি সিঙ্গল। আরিয়ান বলেন, “প্রেম করার একেবারে সময় নেই।” এক দিকে যেমন মেগার শুটিং চলছে, তেমনই অন্য দিকে ‘কাকাবাবু’র শুটিং শুরু করেছেন আরিয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement