Ishaa is Injured

ফোলা পায়ে ব্যান্ডেজ! চোট পেয়ে কাবু ইশা, তার পরেও কোন কাজে ব্যস্ত নায়িকা! এখন কেমন আছেন?

পায়ে ব্যথা নিয়ে কিন্তু চুপচাপ বসে নেই সৃজিতের নায়িকা। অস্বস্তি নিয়েই কাজ করে যাচ্ছেন ইশা সাহা। এখন তিনি কেমন আছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৬:৪৩
Share:

পায়ের এ কী হাল ইশা সাহার! ছবি: ইনস্টাগ্রাম।

দিন দুই আগে পায়ে চোট পেয়েছেন ইশা সাহা। ফোলা পায়ে ব্যান্ডেজ বাঁধা। নিজেই ছবি দিয়েছিলেন, জখম পায়ের পাশে ডাম্বল। তাই নিয়ে রসিকতাও করেছেন নিজেকে ‘ডাম্ব গার্ল’ বলে। নিয়মিত শরীরচর্চা করেন তিনি। সম্ভবত তখনই অঘটন। দিন দুই ধরে আর কোনও সাড়া নেই ইশার। কেমন আছেন তিনি?

Advertisement

ইশার শরীর এখন কেমন আছে? আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ইশা জানিয়েছেন, তিনি ডাবিংয়ে ব্যস্ত। অর্থাৎ, পায়ের চোট নিয়েও তিনি চুপ করে বসে থাকার মানুষ নন। ফলে, অভিনয়ে অংশ না নিতে পারলেও, বাকি কাজ ঠিকই করে যাচ্ছেন। তিনি এও জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছেন। ব্যথা কমেছে। তবে সাবধানতার কারণে এখনই পুরোদমে শরীরচর্চায় ফেরেননি। প্রসঙ্গত, পর্দায় নিজেকে আকর্ষণীয় দেখাতে ইশা খাওয়াদাওয়া নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরচর্চার পিছনে রোজ অনেকটা সময় দেন।

শুটিংয়ের পর, ইশা সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র ডাবিং শেষ করেছেন। ছবির ভিতরে ছবি দেখাবেন পরিচালক। যুগপুরুষের জীবন কাহিনির পাশাপাশি দেখানো হবে, এক পরিচালক চৈতন্যদেবকে নিয়ে ছবি বানাচ্ছেন। ওই পরিচালকের চরিত্রে দেখা যাবে ইশাকে। এও শোনা যাচ্ছে, এই চরিত্রে নাকি সৃজিতের ছায়া পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement