Entertainment News

ঈশা সাহা দার্জিলিঙে সোয়েটার বুনছেন! কার জন্য?

খোঁজ নিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ঈশা সাহা। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় যাঁকে দেখেই বলতেন, ‘‘তুই এত খেয়ে কী করে এত রোগা?’’হেসে বললেন ঈশা। ‘প্রজাপতি বিস্কুট’বা ‘গুপ্তধনের সন্ধানে’র সেই পরিচিত মুখ!

Advertisement
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১৩:৪১
Share:

ঈশা সাহা। ছবি: ঈশার ফেসবুক পেজের সৌজন্যে।

ভাদ্রের পচা গরমে কলকাতার যখন দমবন্ধ হয়ে আসছে ঠিক তখন দার্জিলিংয়ের এক পশলা ঝিরঝির বৃষ্টি আর মেঘে উদাস চোখে পাহাড়ের সঙ্গে কথা বলছেন তিনি—
ঈশা সাহা। পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় যাঁকে দেখেই বলতেন, ‘‘তুই এত খেয়ে কী করে এত রোগা?’’হেসে বললেন ঈশা। ‘প্রজাপতি বিস্কুট’বা ‘গুপ্তধনের সন্ধানে’র সেই পরিচিত মুখ!
বড় ব্যানার, বড় পরিচালক, এভাবেই কাজ করে অভ্যস্ত তিনি। দার্জিলিংয়ে মেক আপ রুমে বসে শুটের প্রথম দিনে আনন্দবাজার ডিজিটালকে বললেন ঈশা, ‘‘এত ইন্টারেস্টিং গল্প। মুম্বইয়ের পরিচালক বাংলা ছবি করছেন।সেই কারণে আমার মতো নিউকামাররা কাজ পাচ্ছে। এই ছবি পুরোটাই নারীকেন্দ্রিক। মুম্বইতে কঙ্গনা রানাওয়াত যেমন ছবি করেন, অনেকটা সেই ধারার ভাবনা। খুব এক্সাইটেড আমি।’’
ছবির প্রেক্ষাপটে দার্জিলিং। বাঙালির নস্টালজিয়া। ‘‘গল্পটা পড়েই মনে হয়েছিল এই যে উল বোনা, এটা বাঙালি অন্দরমহলকে দুপুর থেকে মধ্যরাত জাগিয়ে রাখত। বাংলা ছবি ছাড়া এ গল্প বলা যাবে না,’’বললেন পরিচালক শিলাদিত্য মৌলিক। মুম্বই থেকে দার্জিলিংয়ে সেজেগুজে তিনি শুটিং স্পটে কেবলই বলে চলেছেন, ‘‘ছবির মেকিংটা ফাটিয়ে দিতে হবে।’’

Advertisement

আরও পড়ুন, এক সময়ের বৌমা যখন শাশুড়ি হলেন

ছবির গল্প ‘টুকু’নামের একটি সাধারণ মেয়েকে নিয়ে। টুকুর মধ্যে আছে এক আপাদমস্তক মধ্যবিত্ত গন্ধ। টুকু ‘চলিয়েবলিয়ে’নয়, টুকু সবার সামনে দারুণ স্মার্ট নয়, টুকু আত্মবিশ্বাসহীন, টুকু খানিক স্বপ্নহীনও। পাহাড়ি মফস্সলে বেড়ে ওঠা আরও অনেক মেয়ের মতোই টুকু ভীষণই সাধারণ। বুঝিয়ে দিচ্ছিলেন ঈশা। অন্য দিকে শিলাদিত্য বললেন, ‘‘টুকুর সঙ্গে সবচেয়ে মানানসই ঈশা। ওর লুকের মধ্যে দিয়ে টুকুর হীনমন্যতা খুব সহজে বোঝানো যাবে। আর ওর আগের কাজের মধ্যে দিয়ে ওর অভিনয় ক্ষমতা তো আগেই প্রমাণিত।’’মুম্বইতে থাকলেও বাড়িতে বাংলা সাহিত্যের চর্চা তাঁকে এ ধরনের ছবিতে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে।

Advertisement


এই ছবিতে ঈশার লুক।

আগামী বছরের শুরুর দিকেই হয়তো মুক্তি পেতে পারে মুম্বইয়ের প্রমোদ ফিল্মস আর পিএসএস এন্টারটেনমেন্টের প্রযোজনার ছবি ‘সোয়েটার’। ঈশা ছাড়াও এই সিনেমায় রয়েছেনখরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, সৌরভ দাস,অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ। সুদীপ্তা চক্রবর্তীর নাম প্রথমে শোনা গেলেও তিনি এ ছবিতে কাজ করছেন না।

আরও পড়ুন, বিয়ের ১০ দিন আগে দীপিকা-রণবীরের জন্য কীসের আয়োজন হচ্ছে?

ছবির সঙ্গীত পরিচালনায় আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রণজয় ভট্টাচার্য।
ছবির নাম ‘সোয়েটার’। তবে কি সোয়েটার বোনা দিয়ে একটি মেয়েকে তার বিয়ের পাত্রী হিসেবে যোগ্যতা প্রমাণ করতে হবে? আজকের সমাজে মেয়েদের অবস্থান,লড়াইয়ের জায়গাটা তুলে ধরবে ‘সোয়েটার’।
‘সোয়েটার’ শেষমেশ কেমন করে উষ্ণতা ছড়ায়? সেটা অনুভব করতে গেলে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন