Entertainment News

পাঁচ লক্ষ টাকা পেলেন ‘সারেগামাপা’র বিজয়ী ঈশিতা

ঈশিতার পরিবারে অনেকেই গান করেন। ‘সারেগামাপা লিটল চ্যাম্পস ৬’-এও অংশ নিয়েছিলেন তিনি। তবে সে বার সাফল্য আসেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৮:৪০
Share:

বিজয়ী হলেন জব্বলপুরের ঈশিতা বিশ্বকর্মা।

হিন্দি ‘সারেগামাপা’র চলতি সিজনে বিজয়ী হলেন জব্বলপুরের ঈশিতা বিশ্বকর্মা। রবিবার গ্র্যান্ড ফাইনালে তাঁর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিজয়ীর মুকুটও তাঁকে পরিয়ে দেন নায়িকা। প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়িও পেয়েছেন ঈশিতা।

Advertisement

প্রতিযোগিতায় জিতে ঈশিতা সাংবাদিকদের বলেন, ‘‘আমি সব কৃতিত্ব দেব ঈশ্বরকে। তিনি সাহস না দিলে এই জার্নি জিততে পারতাম না। আমার বাবা-মাও সমর্থন করেছেন। তাঁদেরও ধন্যবাদ। এটা অসাধারণ অনুভূতি। এই শো থেকে আমি অনেক কিছু শিখলাম। বিশেষ করে আমার মেন্টর শেখর স্যারের কাছে আমি কৃতজ্ঞ।’’

ঈশিতার পরিবারে অনেকেই গান করেন। ‘সারেগামাপা লিটল চ্যাম্পস ৬’-এও অংশ নিয়েছিলেন তিনি। তবে সে বার সাফল্য আসেনি। শুধু প্রতিযোগিতায় জেতা নয়, ভবিষ্যতে ভাল গান গাইতে চান ঈশিতা।

Advertisement

আরও পড়ুন, ‘আমার বিয়েটা পিআর স্টান্ট ছিল’, বিস্ফোরক কপিল!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement