Entertainment News

পাবলিসিটি স্টান্ট? কঙ্গনাকে খোলা চিঠি সোনা মহাপাত্রের

আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে কঙ্গনার নতুন ছবি ‘সিমরন’। সোনার অভিযোগ, সেই ছবির প্রচার করতেই নাকি পাবলিক রিলেশন্স-এর নতুন এই পথ নিয়েছেন নায়িকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৯
Share:

কঙ্গনাকে খোলা চিঠি লিখলেন সোনা মহাপাত্র।

একের পর এক বিস্ফোরক মন্তব্য। কখনও হৃতিক রোশনের বিরুদ্ধে ইমেল হ্যাক করার অভিযোগ, কখনও বা তাঁকে মানসিক ভাবে হেনস্থা করার অভিযোগ। কখনও আবার ১৭ বছর বয়সে শারীরিক ভাবে নির্যাতিতা হওয়ার কথা প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর অভিযোগের আঙুল বলি অভিনেতা আদিত্য পাঞ্চোলির দিকে।

Advertisement

এমনই নানা মন্তব্যের জেরে বেশ কয়েক দিন ধরেই শিরোনামে বলিউডের ‘কুইন’। সেই ঘটনাকেই কটাক্ষ করলেন সোনা মহাপাত্র। কঙ্গনার এ ধরনের বিতর্কিত মন্তব্য নাকি স্রেফ সস্তা জনপ্রিয়তা পাওয়ার স্ট্র্যাটেজি। ফেসবুকে কঙ্গনার উদ্দেশে এমনই অভিযোগ সোনার। বলিউডের নাম করা সঙ্গীতশিল্পী সোনার মন্তব্য, ‘‘ছবি মুক্তির আগে এ ধরনের ঘটনা পিআর স্টান্ট ছাড়া আর কিছুই না। তোমার সাফল্যের এ সবের প্রয়োজন পড়ে না...’’ ফেসবুকে নিজের মন্তব্য জানিয়ে খোলা চিঠি লিখেছেন সোনা।

Advertisement

আরও পড়ুন, হৃতিকের বিরুদ্ধে কঙ্গনার অভিযোগ, মুখ খুললেন সুজান…

আরও পড়ুন, এক বলি অভিনেত্রীর জন্য হৃতিকের সঙ্গে ব্রেকআপ হয় কঙ্গনার?

আসলে, আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে কঙ্গনার নতুন ছবি ‘সিমরন’। সোনার অভিযোগ, সেই ছবির প্রচার করতেই নাকি পাবলিক রিলেশন্স-এর নতুন এই পথ নিয়েছেন নায়িকা। যদিও সোনার এমন মন্তব্যের পর এখনও কোনও জবাব দেননি কঙ্গনা।

কয়েক মাস আগে কঙ্গনা ও হৃতিকের মধ্যে প্রকাশ্য বিরোধ গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেই ইস্যু নিয়ে ফের মুখ খুলেছেন নায়িকা। তাঁদের মধ্যে এক সময় যে গভীর সম্পর্ক ছিল তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন তিনি। জানিয়েছেন তাঁদের ব্রেকআপের খবরও। সম্প্রতি এক টিভি শো-এ কঙ্গনা জানিয়েছেন, বলিউডেরই অন্য এক অভিনেত্রীর সঙ্গে হৃতিকের সম্পর্কের গসিপ তিনি শুনেছিলেন। তারপরই নাকি তাঁর সঙ্গে হৃতিকের সম্পর্ক ভেঙে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement