প্রযোজনায় আর নয়

আসলে ‘জগ্গা জাসুস’ নিয়ে যথেষ্ট নাকাল হয়েছেন। রণবীরের কথায়, ‘‘বুঝতে পেরেছি, ইট্‌’স নট মাই কাপ অব টি। ‘জগ্গা জাসুস’ই আমার প্রযোজিত প্রথম ও শেষ ছবি।’’ বলিউডের প্রথম সারির সব নায়কই প্রযোজনায় এসেছেন।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৩:০০
Share:

প্রায় নাক-কান মলার মতো অবস্থা হয়েছে রণবীর কপূরের! ‘জগ্গা জাসুস’-এর প্রযোজনায় যখন তিনি এসেছিলেন, বেশ উৎসাহী ছিলেন। তাঁর রক্তে প্রযোজনা রয়েছে। ‘আর কে ফিল্মস’-কে হয়তো তিনিই এগিয়ে নিয়ে যাবেন এমন কথাও বলা হচ্ছিল। কিন্তু রণবীর নিজেই রণে ভঙ্গ দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, আর কোনও ছবি প্রযোজনা করবেন না তিনি।

Advertisement

আসলে ‘জগ্গা জাসুস’ নিয়ে যথেষ্ট নাকাল হয়েছেন। রণবীরের কথায়, ‘‘বুঝতে পেরেছি, ইট্‌’স নট মাই কাপ অব টি। ‘জগ্গা জাসুস’ই আমার প্রযোজিত প্রথম ও শেষ ছবি।’’ বলিউডের প্রথম সারির সব নায়কই প্রযোজনায় এসেছেন। রণবীরই বা বাদ থাকেন কেন! এ ছাড়া অনুরাগ বসুর সঙ্গে ‘বরফি’র পর থেকেই তাঁর দারুণ বন্ধুত্ব। সেই কারণেই ‘জগ্গা জাসুস’-এর পরিকল্পনা।

সেই ২০১৪ সাল থেকে ছবির কাজ চলছে। অনেক দেশ ঘুরে ছবির শ্যুটিং ছিল। সে সবেও সমস্যা হয়েছে। এই ছবির মাঝেই রণবীর ‘বম্বে ভেলভেট’ করতে শুরু করে দেন। তবে দেরি হওয়ার আসল কারণ, রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ। এই জন্যই গোটা ছবি প্রায় এক বছর থমকে গিয়েছিল। তার পর পরিচালক অনুরাগ বসু এবং রণবীরের কাকুতি-মিনতিতে ক্যাটরিনা ফের শ্যুটিং করতে রাজি হন। তবে টালবাহানা করা থামাননি। যে কারণে রণবীর এখন খুব বুঝেশুনে পা ফেলছেন। ক্যাটরিনার প্রশংসায় তিনি সদাই পঞ্চমুখ। পাছে নায়িকা আবার বিগড়ে গিয়ে মাঝপথে প্রচার ছেড়ে দেন। জুলাইয়ে ছবি রিলিজ হওয়ার কথা। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!a

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement