জাজ-মাহির রিইউনিয়ন

মিটল মনোমালিন্য। পুরনো অভিমান ভুলে জাজ মাল্টি মিডিয়ার সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন মাহিয়া মাহি। বরফ গলার ইঙ্গিতটা ছিলই। চলছিল গুঞ্জনটাও। কিন্তু এতদিন কোনও পক্ষই সে বিষয়ে সরাসরি মুখ খুলছিল না। ফলে কাটছিল না ধোঁয়াশা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ১৭:৪১
Share:

মিটল মনোমালিন্য। পুরনো অভিমান ভুলে জাজ মাল্টি মিডিয়ার সঙ্গে ফের গাঁটছড়া বাঁধছেন মাহিয়া মাহি। বরফ গলার ইঙ্গিতটা ছিলই। চলছিল গুঞ্জনটাও। কিন্তু এতদিন কোনও পক্ষই সে বিষয়ে সরাসরি মুখ খুলছিল না। ফলে কাটছিল না ধোঁয়াশা। এ বার রিইউনিয়নের খবরে শীলমোহর দিলেন স্বয়ং মাহিই। জানালেন তাঁর সব শর্তই মেনে নিয়েছে জাজ। এই জাজ মাল্টি মিডিয়ার হাত ধরেই সিনেমায় পদার্পণ। তাদের মনোমালিন্যের কারণ ঠিক কী ছিল সেই কারণ কিন্তূ এখনও খু্ব একটা স্পষ্ট নয়।

Advertisement

আরও পড়ুন- ১০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলল ‘দিলওয়ালে’

কী কা শর্ত ছিল মাহির? এই সুন্দরী নায়িকা নিজেই জানিয়েছেন, জাজের ব্যানারে বছরে দুটি ছবিতে কাজ করবেন তিনি। ছবি দুটি দুই ইদে মুক্তি দিতে হবে। বাকি সারা বছর জাজের বাইরের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেও তিনি কাজ করবেন।

Advertisement

এর আগে পশ্চিমবঙ্গে অঙ্কূশের বীপরিতে রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমাঅভিনয় করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement