শানু-পুত্রর সফর শুরু

কুমার শানুর জনপ্রিয় গান ‘দিল মেরা চুরায়া কিঁউ’ গানটিই নতুন ভাবে প্রকাশ পেয়েছে জানের কণ্ঠে। আরও বেশ কয়েকটি প্রজেক্টও কাজের কথা রয়েছে জানের। সব কিছু ঠিক থাকলে, ‘ধড়কন টু’তে শোনা যেতে পারে জানের কণ্ঠ।

Advertisement
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ০৮:৩০
Share:

এর আগে কুমার শানুর মেয়ে শ্যানন তাঁর মিউজিক কেরিয়ার শুরু করেছিলেন। এ বার বাবার রাস্তায় হাঁটতে শুরু করলেন শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের ছোট ছেলে জান কুমার শানু। সম্প্রতি মুম্বইয়ের একটি মিউজিক কোম্পানি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করল জানকে।

Advertisement

কুমার শানুর জনপ্রিয় গান ‘দিল মেরা চুরায়া কিঁউ’ গানটিই নতুন ভাবে প্রকাশ পেয়েছে জানের কণ্ঠে। আরও বেশ কয়েকটি প্রজেক্টও কাজের কথা রয়েছে জানের। সব কিছু ঠিক থাকলে, ‘ধড়কন টু’তে শোনা যেতে পারে জানের কণ্ঠ। সামনেই একটি ছবির জন্য কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ডুয়েট গাওয়ার শেডিউল রয়েছে। জান বললেন, ‘‘ছোটবেলা থেকেই মিউজিক আমার প্যাশন। এ ছাড়া বাবাও নিয়মিত টিপস দেন। তিিনই আমার অনুপ্রেরণা।’’ গানের পাশাপাশি এম কম পড়ছেন জান। তবে মিউজিককেই বেছে নিতে চান কেরিয়ার হিসেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement