নায়কের চরিত্রে তাঁকে দেখা না গেলেও তাঁর সুপুরুষ সুঠাম চেহারা, অন্য ধারার অভিনয়ে তিনি বলিউডের অন্যদের থেকে একটু আলাদাই। তিনি সোনু সুদ। যাঁকে আমরা কিং খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অবসরপ্রাপ্ত সেনা (বোম্ব স্কোয়াড) এবং যিনি এক কানে একেবারেই শুনতে পেতেন না। অর্থাত্, দুর্দান্ত মাচো চেহারায় ‘পান শুনতে ধান শোনা’-র অনবদ্য কমেডির মিশেল। আবার সলমনের ‘দাবাং’ ছবিতে তিনি টাফ ভিলেন। হৃতিক-ঐশ্বর্যের ‘যোধা-আকবর’ ছবিতে সুজামলের চরিত্রে তাঁর অভিনয় এক কথায় অসাধারণ। এ বার আমরা তাঁকে পেতে চলেছি ইন্দো-চাইনিজ অ্যাকশন কমেডি ‘কুং ফু যোগা’ ছবিতে। তবে ছবিটির মূল আকর্ষণ অবশ্যই জ্যাকি চ্যান, যাঁর তুলনা তিনি নিজেই। কারণ ছবিতে অ্যাকশন আর কমেডির মিশ্রণকে একশো শতাংশ নিখুঁত করতে হলে জ্যাকির জুড়ি মেলা ভার। ‘কুং ফু যোগা’ ছবিটির শুটিং দুবাই, বেজিং এবং ভারতে কিছু হয়েছে। এ বছরেই মুক্তি পাবে ছবিটি। এই প্রোডাকশনটি নিয়ে ইন্দো-চাইনিজ ফিল্ম দুনিয়ায় প্রত্যাশা অনেক। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোনু সুদ। তাই বলিউডও মুখিয়ে রয়েছে নতুন ভূমিকায় সোনুকে দেখার জন্য। সোনু নিজেও বেশ অভিভূত জ্যাকি চ্যানের সঙ্গে কাজ করে। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সোনু লিখেছেন, “জ্যাকি অতিমানব, সেট-এ হাসি-ঠাট্টায় সবাইকে প্রানবন্ত করে রাখে। ওঁর সঙ্গে কাজ করার মজাই আলাদা।”