প্রয়াত অভিনেতা সচিন চন্দওয়াড়ে ছবি: সংগৃহীত।
একের পর এক মৃত্যু! বিনোদনদুনিয়ায় ফের দুঃসংবাদ। মাত্র ২৫ বছরে শেষ হল ‘জামতাড়া ২’ খ্যাত অভিনেতা সচিন চন্দওয়াড়ের জীবন। গত কয়েক মাস ধরেই একের পর এক অভিনেতার মৃত্যুর খবর বলিউডে। কেউ প্রবীণ, কেউ আবার সদ্য শুরু করেছেন কর্মজীবন। সেই তালিকায় যুক্ত হল সচিনের নাম। সূত্রের খবর, কোনও রোগে নয়, আত্মঘাতী হয়েছেন সচিন।
অভিনেতা হওয়ার পাশাপাশি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন সচিন। পুনের আইটি পার্কে চাকরি করতেন তিনি। ২৩ অক্টোবর অভিনেতার বাড়ির লোকেরা তাঁকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর সেখান থেকে পাশের গ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় অভিনেতার। ২৪ অক্টোবর দুপুর দেড়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সচিন।
কিন্তু, কী কারণে সচিন এমন সিদ্ধান্ত নিলেন? সেই তথ্য এখনও অজানা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ছোট থেকেই অভিনয়ের প্রতি টান ছিল তাঁর। খুব শীঘ্রই একটি মরাঠি ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। সেই তথ্য ও ছবি নিজের সমাজমাধ্যমে পোস্টও করেন সচিন। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল সচিনের। কিন্তু, তার আগেই সব শেষ।