Entertainment News

জুলাইয়ে মুক্তি পাচ্ছে ঈশান-জাহ্নবীর ‘ধড়ক’

ইতিমধ্যেই শুটিংও গুটিয়ে এনেছেন ছবির নির্মাতারা। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে ঈশান-জাহ্নবীর শুটিংয়ের এই ছবি শেয়ার করেছিলেন কর্ণ। বলিউডের নতুন এই জুটির ছবি কিন্তু নজর কেড়েছে নেটিজেনদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১৫:৪১
Share:

‘ধড়ক’-এর পোস্টারে জাহ্নবী-ঈশান। ছবি: কর্ণ জোহরের টুইটার পেজের সৌজন্যে।

গত নভেম্বরেই জাহ্নবী কপূরের বলিউড অভিষেকের ছবির পোস্টার শেয়ার করেছিলেন কর্ণ জোহর। এ বার পাওয়া গেল ছবির মুক্তির দিন।

Advertisement

শাহিদ কপূরের ভাই ঈশান খট্টরের সঙ্গে ‘ধড়ক’ ছবিতে ডেবিউ করছেন জাহ্নবী। ছবির পরিচালক শশাঙ্ক খৈতান, প্রযোজক কর্ণ জোহর। ছবি মুক্তি পাবে আগামী জুলাইয়ের ২০ তারিখ।

শনিবার কর্ণ টুইটারে ‘ধড়ক’-এর এই নতুন পোস্টার শেয়ার করেছেন। সেখানেই লিখেছেন ছবি মুক্তির দিন। জাহ্নবীর নায়ক ঈশান যদিও আগেই ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ অভিনয় করেছেন। তবে শ্রীদেবী-কন্যার এটিই প্রথম ছবি। মরাঠি রোম্যান্টিক ছবি ‘সাইরাত’-এর রিমেক ছবি হতে চলেছে ‘ধড়ক’। যদিও ছবিতে নয়া চমকের ইঙ্গিত দিয়েছেন পরিচালক।

Advertisement

ইতিমধ্যেই শুটিংও গুটিয়ে এনেছেন ছবির নির্মাতারা। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে ঈশান-জাহ্নবীর শুটিংয়ের এই ছবি শেয়ার করেছিলেন কর্ণ। বলিউডের নতুন এই জুটির ছবি কিন্তু নজর কেড়েছে নেটিজেনদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement