Entertainment News

‘সারা’ বলে সম্বোধন জাহ্নবীকে! নায়িকা কী উত্তর দিলেন জানেন?

সদ্য মুম্বইতে নিজের ভ্যানিটি ভ্যান থেকে জাহ্নবী নামতেই তাঁকে ‘সারাজি’ বলে ডেকে ওঠেন পাপারাত্‌জিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৩:১৬
Share:

সারা এবং জাহ্নবী।

বলিউডের দুই নতুন মুখ সারা আলি খান এবং জাহ্নবী কপূর। এখনও পর্যন্ত ‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’ ছবিতে সারার অভিনয় দেখেছেন দর্শক। অন্য দিকে ‘ধড়ক’-এ ডেবিউ করেছেন জাহ্নবী। তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়া বা বিজ্ঞাপন পাওয়ার তালিকায় এগিয়ে সারা। আর তা নিয়ে জাহ্নবীর পিআর টিমের ওপর চটে গিয়েছেন তাঁর বাবা বনি কপূর স্বয়ং! এ হেন পরিস্থিতিতে প্রকাশ্যে জাহ্নবীকে সারা বলে ডেকে ফেললেন পাপারাত্‌জিরা। সে পরিস্থিতি কী ভাবে সামলালেন শ্রীদেবী কন্যা?

Advertisement

সদ্য মুম্বইতে নিজের ভ্যানিটি ভ্যান থেকে জাহ্নবী নামতেই তাঁকে ‘সারাজি’ বলে ডেকে ওঠেন পাপারাত্‌জিরা। তবে তাতে একটুও রেগে যাননি জাহ্নবী। বরং মুখে হাসি রেখেই জবাব দিয়েছেন, ‘আপনি ইচ্ছে করেই বললেন…।’ সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে নিজেদের মধ্যে কোনও লড়াইয়ের কথা স্বীকার করেন না এই দুই স্টার কিড। সারা তো জাহ্নবীকে ডেবিউয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন। অন্য দিকে জাহ্নবী জানিয়েছিলেন, লড়াই তাঁর নিজের সঙ্গেই।

Advertisement

আরও পড়ুন, ৬০ বছর পর ফিরছে অপু, কেয়ার অব ‘অভিযাত্রিক’

😃😃😃😆 🎥

😃😃😃😆 🎥

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement