Entertainment News

হঠাত্ই এক মূল্যবান জিনিস খুঁজে পেলেন জিত্!

জিত্ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ছড়িয়ে রয়েছে বেশ কিছু কয়েন। রয়েছে কিছু পুরনো টাকাও। আর রয়েছে পুরনো একটি পাউডার কৌটো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ১৮:৫৪
Share:

জিত্। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সদ্য মুক্তি পেয়েছে জিতের ‘সুলতান দ্য সেভিয়ার’-এর মতো ছবি। সব ধরনের দর্শক পছন্দ করেছেন তাঁর অভিনয়। সেই ভাল লাগার মধ্যে হঠাত্ করেই এক মূল্যবান জিনিস খুঁজে পেলেন জিত্। আর সঙ্গে সঙ্গে তা শেয়ার করে নিয়েছেন সোশ্যাল অডিয়েন্সের সঙ্গে।

Advertisement

জিত্ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ছড়িয়ে রয়েছে বেশ কিছু কয়েন। রয়েছে কিছু পুরনো টাকাও। আর রয়েছে পুরনো একটি পাউডার কৌটো।

ছবির ক্যাপশনে জিত্ লিখেছেন, ‘দেখুন, আমি কি আবিষ্কার করেছি… আমার পিগি ব্যাঙ্ক…যখন আমার সদ্য যৌবন ছিল। মূল্যবান….।’

Advertisement

আরও পড়ুন, কনের সাজে সায়ন্তিকা, তোলপাড় ফেলে দিল এই ছবি

অর্থাত্ ছোটবেলায় অনেকের মতই একটু একটু করে পয়সা জমাতেন অভিনেতা। খুচরো পয়সার সঙ্গে সেই তালিকায় ছিল টাকাও। এতদিন পরে তা ফের খুঁজে পেয়েছেন। আর ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকা যে কোনও জিনিসই তো মূল্যবান। সেই খুশিই জিত্ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। 😍😀😀❤️😎

😍😀😀❤️😎

অর্থাত্ ছোটবেলায় অনেকের মতই একটু একটু করে পয়সা জমাতেন অভিনেতা। খুচরো পয়সার সঙ্গে সেই তালিকায় ছিল টাকাও। এতদিন পরে তা ফের খুঁজে পেয়েছেন। আর ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকা যে কোনও জিনিসই তো মূল্যবান। সেই খুশিই জিত্ ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। 😍😀😀❤️😎

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement