Jeetu Kamal-Ditipriya Roy Chemistry

চাদরে ঢাকা দিতিপ্রিয়ার সঙ্গে জীতু! এই ছবি নিয়েই সমস্যা? গুঞ্জন ছড়াবেন না, অনুরোধ নায়কের

কোনও সংবাদমাধ্যমে নয়, সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে এ কথা বলেছেন জীতু কমল। ব্যাখ্যা করেছেন, কেন তাঁদের নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১২:১৭
Share:

জীতু কমল অবশেষে কী বললেন? ছবি: ফেসবুক।

সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট। পুরোটাই নতুন ধারাবাহিকের প্রচারের জন্য। তাই নিয়ে দিন পনেরো ধরে বিস্তর চর্চা। খবরের শিরোনামে জীতু কমল-দিতিপ্রায় রায়। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ তাঁরা নতুন জুটি। মাত্র একমাসেই জীতু-দিতিপ্রিয়াকে নিয়ে গুঞ্জন, তাঁদের মধ্যে নাকি সদ্ভাব নেই। পরস্পর পরস্পরের মুখ দেখেন না, কথাও বলেন না।

Advertisement

পর্দায় যাঁদের রসায়ন দর্শককে ছোট পর্দার সামনে বসিয়ে রাখতে বাধ্য করছে বাস্তবে কেন তাঁরা এত দূরে?

গুঞ্জন, সবটাই নাকি জীতুর ভাগ করে নেওয়া একটি ছবির কারণে! টলিপাড়ার অন্দরের খবর, ধারাবাহিকের প্রচারের স্বার্থে নায়ক তাঁর আর নায়িকার একটি ছবি ভাগ করেছিলেন। যেখানে দিতিপ্রিয়ার গায়ে চাদর জড়ানো। এই ছবির নাকি ভুল ব্যাখ্যা হয়েছে। কটাক্ষের শিকার নায়িকা। যে কারণে তিনি মানসিক দিক থেকে বিপর্যস্ত। এবং তাঁদের মধ্যে দূরত্ব তৈরি। যা জেনে সঙ্গে সঙ্গে জীতু তাঁর সমাজমাধ্যম থেকে সেই ছবি সরিয়ে নেন।

Advertisement

এর পরেই মঙ্গলবার আচমকা সরাসরি সম্প্রচারে জীতু। সেখানে তিনি সাফ জানিয়েছেন, দিতিপ্রিয়ার নামে ভুল খবর ছড়ানো হচ্ছে। তাঁর নায়িকা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। নায়কের তাই আন্তরিক অনুরোধ, “দিতিপ্রিয়া অত্যন্ত প্রতিভাবান। বয়সে অনেক বড় হয়েও ওকে আমি শ্রদ্ধা করি। ভুল খবর ছড়িয়ে দয়া করে ওকে দমিয়ে দেবেন না। দিতিপ্রিয়ার সঙ্গে আমার কোনও সমস্যা নেই।”

জীতুর লাইভে আসার পর তাঁর অনুরাগীরা আরও কৌতূহলী। কী এমন হল যে, নায়ককে লাইভে আসতে হল!

সে কথাও তিনি জানিয়েছেন। জীতুর কথায়, “নিজের নামে অকারণ গুঞ্জন শুনে মুখ ছোট হয়ে যাচ্ছে মেয়েটার। আমাদের উচিত, ওর মতো প্রতিভাকে এগিয়ে দেওয়া। যাতে নিজেকে আরও ভাল ভাবে মেলে ধরতে পারে।” নায়ক এই অনুরোধই সরাসরি সম্প্রচারে এসে জানিয়েছেন। তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই, এ কথাও একাধিক বার উল্লেখ করেছেন। তাঁর মতে, পৃথিবীতে ভাল-খারাপ দুই-ই আছে। জীতু মনে করেন, ভাল-র সংখ্যাই বেশি। তাই এই পৃথিবী, তাঁর দেশ এত সুন্দর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement