Jeetu Kamal Supports Her Heroine

‘পাশে থাকবেন, ভরসা রাখবেন ওর উপরে’! আবারও প্রকাশ্যে সমর্থন, এ ভাবে কাকে আগলাচ্ছেন জীতু?

এর আগেও প্রকাশ্যে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, অতীতের ভুল-ত্রুটি মনে রাখার মানুষ নন। এ বারেও একই পদক্ষেপ নায়কের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১২:০৭
Share:

কার জন্য জীতু কমলের এই বার্তা! ছবি: ফেসবুক।

শুটিংয়ের মাঝে প্রায়ই নাক থেকে রক্তপাত। সে সব নিয়েই শুটিং করেছেন। নাকের হাড়ের সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন দিতিপ্রিয়া রায়। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। একটু সুস্থ হয়েই ফের তিনি ক্যামেরার মুখোমুখি। নায়িকার এই লড়াইয়ে পাশে আরও একবার তাঁর পর্দার নায়ক জীতু কমল।

Advertisement

এর আগেও দিতিপ্রিয়ার হয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, অতীতের ভুল-ত্রুটি মনে রাখার মানুষ তিনি নন। এ বারেও একই পদক্ষেপ নায়কের। দেখে অনুরাগীদের মত, পর্দার মতো বাস্তবেও যেন তিনি ‘অপর্ণা বসু’র ঢাল!

দিন তিনেক ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ফিরেছেন ‘অপর্ণা’ ওরফে দিতিপ্রিয়া। কিন্তু তিনি যে আগের মতো ঝলমল করছেন না! একটু যেন ম্লান। ক্লান্ত দেখাচ্ছে তাঁকে। সমাজমাধ্যমে এই বক্তব্য তাঁর অনুরাগী দর্শকের।

Advertisement

শনিবার রাতে জবাব দিলেন নায়িকা। বার্তায় জানালেন, “আপনাদের কেউ কেউ জানতে চেয়েছেন, কেন আমায় এত ফ্যাকাশে দেখাচ্ছে? সম্প্রতি আমার অস্ত্রোপচার হয়েছে। নাকের ভিতরে সেলাই এবং সিলাস্টিক শিট নিয়ে শুটিং করছি। এই পরিস্থিতিতে বেশি কথা বারণ। হাসতেও কষ্ট হচ্ছে।” তবু তিনি শুটিংয়ে ফিরেছেন অনুরাগীদের জন্য। তাঁদের ভালবাসার টানে। নায়িকা কৃতজ্ঞ সকলের কাছে। সকলের এই সমর্থন আগামী দিনেও তাঁকে এগিয়ে নিয়ে যাবে, জানান তিনি।

বার্তা পাঠানোর কিছু ক্ষণের মধ্যেই দিতিপ্রিয়ার বক্তব্য সমাজমাধ্যমে ভাগ করে নেন জীতু। নায়িকার উদ্দেশ্যে লেখেন, “দ্রুত সুস্থ হও সহযোদ্ধা”। বার্তা দেন ধারাবাহিকের অনুরাগী-দর্শকদেরও। লেখেন, “দু-একদিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফ্লোরে ফিরে আসবে তার সেই শক্তি নিয়ে, যা দিয়ে এত দিন আপনাদের মনোরঞ্জন করেছে।” দিতিপ্রিয়ার হয়ে অনুরোধ জানিয়েছেন প্রত্যেককে, “পাশে থাকবেন, ভরসা রাখবেন ওর উপরে।”

নায়কের এই পেশাদার এবং ইতিবাচক আচরণ ফের মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জীতুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement