বর্ষবরণের উৎসব কেন ভাল লাগে না জেনিফারের?

নিউ ইয়ার্সের পার্টি একেবারেই পছন্দ নয় হলিউডের মেগাস্টার জেনিফার লরেন্সের। ওই সময় তাঁর বড়ই দুঃখবোধ হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ১৯:৩৬
Share:

নিউ ইয়ার্সের পার্টি একেবারেই পছন্দ নয় হলিউডের মেগাস্টার জেনিফার লরেন্সের। ওই সময় তাঁর বড়ই দুঃখবোধ হয়।

Advertisement

সেই দুঃখ ভুলতে কী করেন জেনিফার?

হলিউডের ২৫ বছর বয়সী মেগাস্টার নিজেই জানিয়েছেন, নিউ ইয়ার্সের পার্টিতে বরাবরই তিনি মদ খেয়ে পুরোপুরি মাতাল হয়ে যান। এতটাই মদ খান ওই দিন যে, গলগল করে বমি করেন। আর বমি করেই ঘুমের অতলে তলিয়ে যান। এমনকী, পাপারাৎজিদের সামনেও বমি করেন জেনিফার।

Advertisement

তবে কেন বেছে বেছে নিউ ইয়ার্সের পার্টির সময়েই এতটা হতাশায় আক্রান্ত হয়ে পড়েন জেনিফার, তা অবশ্য খোলসা করে বলেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement