বার বিপত্তি

এক ব্যক্তি জেনিফারের সঙ্গে সেলফি তুলতে চায়। অভিনেত্রী ‘না’ করে দিলেও সে জোর করতে থাকে। এতে জেনিফার বেশ বিরক্ত হন। তখন ওই ব্যক্তি জেনির উদ্দেশে অশ্লীল কথা বলেন।

Advertisement
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৮:০০
Share:

জেনিফার

একেবারে হাতাহাতি বাধার উপক্রম হয়েছিল। তাও কিনা জেনিফার লরেন্সের সঙ্গে জনৈক ব্যক্তির। ঘটনাটি ঘটে বুদাপেস্টের এক বারে। ‘রেড স্প্যারো’র শ্যুটিং করতে বুদাপেস্ট গিয়েছিলেন জেনিফার। শ্যুটিংয়ের পর স্থানীয় একটি বারে গিয়ে রিল্যাক্স করছিলেন। সেখানে ঘটে গোলমাল। এক ব্যক্তি জেনিফারের সঙ্গে সেলফি তুলতে চায়। অভিনেত্রী ‘না’ করে দিলেও সে জোর করতে থাকে। এতে জেনিফার বেশ বিরক্ত হন। তখন ওই ব্যক্তি জেনির উদ্দেশে অশ্লীল কথা বলেন। এর পর আর মাথার ঠিক রাখতে না পেরে জেনিফার লোকটির গায়ে বিয়ার ঢেলে দেন।

Advertisement

এই নিয়েই হয় তুলকালাম। শেষমেশ বাকিদের মধ্যস্থতায় জেনিফার শান্ত হন। অভিনেত্রী অবশ্য স্বীকার করেছেন, তিনি একটু বেসামাল ছিলেন। ‘‘আমি ড্রিংক করেছিলাম ঠিকই। কিন্তু ওই লোকটি যেমন অসভ্যতা করছিল তাতে ড্রিংক না করলেও আমি একই রকম আচরণ করতাম,’’ মন্তব্য জেনিফারের। একটি টেলিভিশন শোয়ে এসে বিষয়টি খোলসা করেন জেনিফার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement