Jennifer Lopez Kiss Controversy

কাড়াকাড়ি করে চুম্বন! নারী-পুরুষ কাউকে ছাড়লেন না, লোপেজ়ের উষ্ণতার সাক্ষী বিশ্ব

লোপেজ়কে নিয়ে নারী-পুরুষ নৃত্যশিল্পীর মধ্যে কাড়াকাড়ি! দেখে কৌতুকশিল্পী টিফানি হ্যাডিশ বলেই ফেলেছেন, “আমার জন্য কাউকে তো রাখো!”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১০:৩৭
Share:

মঞ্চে উষ্ণতা ছড়ালেন জেনিফার লোপেজ়। ছবি: সংগৃহীত।

ফের শিরোনামে জেনিফার লোপেজ়! চর্চায় উঠে এসেছে তাঁর সোমবার রাতের কাণ্ডকারখানা। সে রাতে আমেরিকার এক পুরস্কারমঞ্চে পপ গায়িকা কাড়াকাড়ি করে চুমু খেয়ে সাড়া ফেলে দিয়েছেন!

Advertisement

মঞ্চে তাঁর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরই সহ-নৃত্যশিল্পীরা। তাঁদেরই মধ্যে এক পুরুষ আর এক মহিলা নৃত্যশিল্পীকে ঠোঁটঠাসা চুমু খেয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। পপ গায়িকার এ হেন উষ্ণ আচরণে গলেছে তামাম বিশ্ব। বিস্ময়ে হতবাক উপস্থিত দর্শক। লোপেজ় অনুষ্ঠান শেষ করতেই মঞ্চে উঠে আসেন কৌতুকশিল্পী টিফানি হ্যাডিশ। তিনি রসিকতা করে বলেই ফেলেন, “আমার জন্য কাউকে তো অবশিষ্ট রাখো। তুমি একাই ‘সিঙ্গল’ নও!”

খোলা চুল, স্বচ্ছ ঝকমকে জাম্প-স্যুট। এই বেশে শুরু থেকেই অনুষ্ঠানে উষ্ণতা ছড়িয়েছেন লোপে়জ়। এ রাতের অনুষ্ঠানে তিনিই ছিলেন উদ্বোধক শিল্পী। পপ গায়িকা দর্শকের মনোরঞ্জন করতে একের পর এক শোনাতে থাকেন কেন্ড্রিক লামারের ‘নট লাইক আস’, ব্যাড বানির ‘ন্যুয়েভায়োল’, বিলি আইলিশের ‘বার্ডস অফ আ ফেদার’, ডোইচির ‘ডেনিয়াল ইজ় আ রিভার’, শাবুজির ‘এ বার সং’, ব্রুনো মার্সের ‘এপিটি’ এবং ‘ব্ল্যাকপিঙ্ক রোজ়’-এর মতো জনপ্রিয় গান। গানের সঙ্গে নৃত্য প্রদর্শন গায়িকার সঙ্গীত পরিবেশনের বিশেষত্ব। ফলে, তাঁকে ঘিরে ছিলেন সহ-নৃত্যশিল্পীরা।

Advertisement

আচমকাই গাইতে গাইতে লোপেজ় ঠোঁট রাখেন এক পুরুষ নৃত্যশিল্পী ঠোঁটে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চুম্বন তখন শেষ হয়নি। তার মধ্যেই গায়িকাকে নিজের দিকে টেনে নেন এক নর্তকী! গায়িকা তাঁকেও নিরাশ করেননি। ঠোঁটে এঁকে দিয়েছেন গাঢ় চুম্বন। নিমেষে দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা যেন শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকেন এর পর কী হয় দেখার জন্য। এর পর যদিও আর বিশেষ কিছুই ঘটেনি। লোপেজ় তাঁর অনুষ্ঠান শেষ করেন ‘নট লাইক আস’ এবং ‘টিভি অফ’-এর মতো গান দিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement