John Abraham

John Abraham: শৌচাগারে যেতে আমার ছবি যখন খুশি বন্ধ করা যাবে, মানতে পারব না, ওটিটি আমার জন্য নয়: জন

বলিউডের বহু অভিনেতাই ইদানিং নাম লেখাচ্ছেন ওটিটি-র খাতায়। সেই দলে নেই জন আব্রাহাম। কেন, তা খোলসা করে বললেন অভিনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ জুন ২০২২ ২০:২০
Share:

ওটিটি-তে ‘অ্যালার্জি’ জনের?

বলিউডের একের পর এক অভিনেতা ইদানীং ওটিটি-পর্দায়। তালিকায় ছোট-বড়-মাঝারি সব নামই সামিল। কেউ কাজ করছেন ওটিটি ছবিতে, কেউ বা সিরিজে। ব্যতিক্রমও অবশ্য আছে। সেই দলেই পড়েন জন আব্রাহাম। ওটিটি পর্দায় কাজ করবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেতা।

Advertisement

বলিউডের একটা বড় অংশ যেখানে ওটিটিকেই আগামীর তুরুপের তাস ভাবছেন, সেখানে জন কেন হাঁটছেন আলাদা পথে?

‘ধুম’-এর অভিনেতা স্পষ্টই বলছেন, ‘‘আমি বড় পর্দার নায়ক এবং তা-ই থাকতে চাই। শৌচাগারে যাওয়ার জন্য কেউ যখন ইচ্ছে ট্যাবলেটে আমার ছবি বন্ধ করে দিতে পারছেন, এটা খুব অপমানজনক। তা ছাড়া, মাত্র ২৯৯ কিংবা ৪৯৯ টাকায় আমি নিজেকে পর্দায় দেখাতে চাই না। এতে আমার আপত্তি আছে।’’

Advertisement

ওটিটি কি জনের এতটাই অপছন্দের? তা অবশ্য বলছেন না জন। তাঁর দাবি, নিজে প্রযোজক হিসেবে ওটিটি দুনিয়া তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অভিনেতা জন থাকবেন বড় পর্দাতেই, তা নিশ্চিত করে দিচ্ছেন ‘রেস ২’-এর নায়ক।

বড় পর্দার প্রিয় তারকাদের ওটিটি-অভিষেকের অপেক্ষায় দিন গোনেন অনুরাগীরা। স্পষ্টবক্তা জনের এমন সোজাসাপ্টা কথা কি তাঁদের আঘাত করবে? সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন