John Abraham

কমেডি শো ছেড়ে রেগে বেরিয়ে গেলেন জন আব্রাহাম!

‘কমেডি নাইটস বাঁচাও’ ছেড়ে মাঝপথে চলে গেলেন জন আব্রাহাম। বলিউডের অভিনেতাদের মধ্যে অনেকেরই অভিযোগ রয়েছে এই শো নিয়ে। সেই তালিকায় এ বার নতুন সংযোজন জন। তাঁর নতুন ছবি 'ফোর্স ২' এর প্রচারে এসেছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন সোনাক্ষী সিন্‌হা এবং তাহির রাজ বাসিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১১:৫৩
Share:

ফাইল চিত্র

‘কমেডি নাইটস বাঁচাও’ ছেড়ে মাঝপথে চলে গেলেন জন আব্রাহাম। বলিউডের অভিনেতাদের মধ্যে অনেকেরই অভিযোগ রয়েছে এই শো নিয়ে। সেই তালিকায় এ বার নতুন সংযোজন জন। তাঁর নতুন ছবি 'ফোর্স ২' এর প্রচারে এসেছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন সোনাক্ষী সিন্‌হা এবং তাহির রাজ বাসিন। কিন্তু সঞ্চালক ক্রুষ্ণা অভিষেক, জনের অভিনয় নিয়ে তামাশা করলে সেই মুহূর্তেই শো ছেড়ে চলে যান জন।

Advertisement

এর আগেও বিতর্কে জড়িয়েছে এই শো। অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের গায়ের রং নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করায় শো ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন নায়িকা। আর এবার জন। রোস্ট ফরম্যাটের এই শোতে দু’জনের ক্ষেত্রেই ঠাট্টা তামাশার রসদ ছিল নিজস্ব আক্রমণ। তফাৎ ছিল কেবল আক্রমণের ধরনে। একজনকে বর্ণ নিয়ে তো আরেক জনকে তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে। এর আগে জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধবন, হৃতিক রোশন এবং অক্ষয় কুমারের মত তারকারা এই শো-তে আসার আমন্ত্রণ গ্রহণ করেননি।

বিতর্কে অবশ্য চ্যানেলটি ক্রুষ্ণার পাশেই দাঁড়িয়েছে। বিবৃতি দিয়ে চ্যানেলের তরফে জানানো হয়েছে, “ক্রুষ্ণা জনকে তাঁর অভিনয় নিয়ে তামাশা করে। কিন্তু জন তা মজার ছলে নিতে পারেনি। তখনই শো ছেড়ে সে বেরিয়ে যায়। ক্রুষ্ণা ক্ষমা চাইলেও জন আর ফিরে আসেননি। তবে আমরা বুঝতে পারছি না এরকম এক ধরনের রোস্টেড শো থেকে জন কী আশা করছিলেন?”

Advertisement

এই ধরনের অনুষ্ঠানে জন বরাবরই এড়িয়ে চলেন। তাঁর আগের রিলিজ ‘ঢিশুম’ এর প্রচারে আসেননি তিনি।

আরও পড়ুন- করিনা-সইফের ফোটোশুটের এক্সক্লুসিভ ছবি দেখুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement