Viral Video

মাঝরাস্তায় রেললাইনের উপর আগুন জ্বালিয়ে পালাল দুই কিশোর, ধরা পড়ল পুলিশের কাছে, ভাইরাল ভিডিয়ো

দুই কিশোর মাঝরাস্তায় দাঁড়িয়ে বডি স্প্রের ক্যানের সামনে আগুন ধরিয়ে রেললাইনের উপর রেখে সেখান থেকে পালিয়ে যায়। ক্যানটি জোরে ফেটে গিয়ে হাওয়ায় উড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সন্ধ্যার সময় ব্যস্ত রাস্তা দিয়ে গাড়িঘোড়া চলছে। রেললাইনের উপর দিয়ে চলছে ট্রেনও। ব্যস্ত রাস্তায় চলাফেরা করছেন স্থানীয়েরা। মাঝরাস্তায় দাঁড়িয়েছিল দুই কিশোর। হাতে বডি স্প্রের ক্যান নিয়ে তাতে আগুন ধরিয়ে পালিয়ে গেল তারা। ক্যান ফেটে বিস্ফোরণের শব্দে চমকে গেলেন স্থানীয়েরা। ক্যানটিও সশব্দে ফেটে হাওয়ায় উড়ে গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সিডনির জর্জ স্ট্রিটে এই ঘটনাটি ঘটেছে। দুই কিশোর মাঝরাস্তায় দাঁড়িয়ে বডি স্প্রের ক্যানের সামনে আগুন ধরিয়ে রেললাইনের উপর রেখে সেখান থেকে পালিয়ে যায়। ক্যানটি জোরে ফেটে গিয়ে হাওয়ায় উড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে ভয় পেয়ে যান স্থানীয়েরা। সিডনি পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের ফলে এলাকার কোনও ক্ষতি হয়নি।

দুই কিশোর ক্যানে আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে গেলেও তাদের ধরে ফেলে পুলিশ। জানা গিয়েছে, ওই দুই কিশোরের বয়স যথাক্রমে ১৪ এবং ১৭ বছর। দুই কিশোরকে স্থানীয় থানায় নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের তরফে ১৭ বছর বয়সি কিশোরকে আগামী বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ বছর বয়সি কিশোরকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। সোমবার আবার তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement