Bizarre

বিয়ের অ্যালবামে অচেনা মহিলার ছবি দেখে সন্দেহ, পরিচয় জানতে পেরে রেগে আগুন নববধূ

বিয়েতে মোট ১০০ জন অতিথি নিমন্ত্রিত ছিলেন। কে কে বিয়ের অনুষ্ঠানে আসবেন সেই চূড়ান্ত তালিকা তরুণী এবং তাঁর স্বামীর কাছে ছিল। সেই হিসাবমতো খাবার এবং আসনেরও আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৪:২০
Share:

—প্রতীকী ছবি।

বিয়ের পর দু’মাস পার হয়ে গিয়েছে। এত দিন পর বিয়ের অ্যালবাম হাতে পেয়েছেন নতুন বৌ। অ্যালবাম পেয়েই বিয়ের ছবি দেখতে শুরু করেছিলেন তিনি। কিন্তু বিয়ের কয়েকটি ছবিতে এক অচেনা মহিলাকে দেখতে পেয়ে মনে সন্দেহ জাগে তাঁর। নিমন্ত্রিতদের তালিকায় যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই চেনেন তরুণী। তবে, এই মহিলার পরিচয় কী? অপরিচিতার পরিচয় জানতে স্বামী এবং দু’পক্ষের পরিবারের কাছেও খোঁজ নিলেন তিনি। কিন্তু কোনও লাভ হল না। সেই মহিলাকে কেউ চেনেনই না।

Advertisement

মনে সন্দেহ আরও বাড়তে লাগল তরুণীর। শেষ পর্যন্ত তরুণীকে সাহায্য করলেন এক বান্ধবী। মহিলার পরিচয় জানতে পেরে রেগে একেবারে আগুন হয়ে গেলেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনার উল্লেখ করে পোস্ট করেছেন তিনি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আর/ওয়েডিংশ্যামিং’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। নামোল্লেখ না করে এক তরুণী তাঁর বিয়ের ঘটনা উল্লেখ করেছেন। দু’মাস আগে তরুণীর বিয়ে হয়েছে। কিছু দিন আগে বিয়ের অ্যালবাম হাতে পেয়েছেন তিনি। অ্যালবামে বিয়ের ছবি দেখতে গিয়ে এক অচেনা মহিলার দিকে নজর পড়ে তাঁর। তরুণীর দাবি, বিয়েতে মোট ১০০ জন অতিথি নিমন্ত্রিত ছিলেন। কে কে বিয়ের অনুষ্ঠানে আসবেন সেই চূড়ান্ত তালিকা তরুণী এবং তাঁর স্বামীর কাছে ছিল। সেই হিসাবমতো খাবার এবং আসনেরও আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে।

Advertisement

১০০ জন অতিথির জন্য রান্না এমন ভাবে করা হয়েছিল যে, অতিথিদের সংখ্যা বেড়ে গেলে মুশকিল হতে পারত। ১০০টি আসনও রাখা হয়েছিল। অতিথির সংখ্যা বেড়ে গেলে অনুষ্ঠানে গোল বাধা অনিবার্য। কিন্তু তা কোনও কিছুই হয়নি। তরুণী এবং তাঁর স্বামী ভেবেছিলেন যে, ১০০ জন অতিথিই তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ের দু’মাস পর আসল ঘটনা জানতে পারলেন তরুণী। তা-ও আবার তরুণীর এক বান্ধবীর কাছ থেকে সেই অনাহূত অতিথির পরিচয় জানতে পারলেন তিনি।

আসলে, বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের মধ্যে এক ব্যক্তির জ্বর হয়েছিল। সে কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। হিসাব অনুযায়ী, অতিথিদের একটি আসন ফাঁকা থাকার কথা। কিন্তু তা ছিল না। তরুণীর বান্ধবী জানান যে, নিমন্ত্রিতদের তালিকায় তরুণীর স্কুলের এক বান্ধবীও ছিলেন। তিনি বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে তাঁর মাকেও সঙ্গে এনেছিলেন। কিন্তু সে কথা তরুণীকে জানাননি তিনি। অনুপস্থিত অতিথির আসনে বসে পড়েছিলেন স্কুলের বান্ধবীর মা। এমনকি, অনুপস্থিত অতিথির নাম করে যে খাবার তুলে রাখা হয়েছিল, সেই খাবারেই ভাগ বসিয়েছিলেন ওই মহিলা।

সত্য জানতে পেরে রেগে যান তরুণী। তাঁর দাবি, এক জন অতিথি আসতে পারেননি বলে খাবার অথবা আসন পেতে কোনও অসুবিধা হয়নি। কিন্তু অনুষ্ঠানে যদি ১০০ জনই উপস্থিত থাকতেন, তা হলে বান্ধবীর মায়ের জন্য খাবার জোগাড় করা অসম্ভব হয়ে যেত। অনুষ্ঠানে বসার জায়গাও পেতেন না তিনি। সত্য গোপন করার জন্য স্কুলের বান্ধবীর উপর খেপে গিয়েছেন তরুণী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement