ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
একদল গরু গামলায় মুখ ডুবিয়ে খাওয়াদাওয়া সারছিল। কিছুটা দূরেই ঘুরে বেড়াচ্ছিল একটি গাধা। খিদের চোটে তার পেটে যেন ইঁদুর দৌড়োচ্ছে। গরুদের খেতে দেখে আর লোভ সামলাতে পারল না গাধাটি। গরুদের লাথি মেরে সরিয়ে তাদের খাবারে ভাগ বসাল সে। গরুগুলিও ‘অনাহূত অতিথি’র এই আচরণ দেখে চুপচাপ রয়ে গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ডাচ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাধা গরুদের মুখে, পিঠে লাথি মেরে তাদের তাড়িয়ে দিচ্ছে। আসলে, গামলায় মুখ ডুবিয়ে মনের সুখে খাচ্ছিল গরুর দল। তা দূর থেকে দেখতে পেয়েছিল সেই গাধাটি।
খাবারভর্তি গামলা দেখে আর লোভ সামলাতে পারল না সে। দৌড়ে সে দিকে গেল গাধাটি। তার পর খাবার চেখে দেখতে গামলার দিকে মুখ বাড়াল। গরুগুলিকে সেখান থেকে সরাতে তাদের মুখে, পিঠে লাথি দিতে শুরু করল গাধাটি। মার খেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে পড়ল গরুর দল। তার পর অন্যের খাবারে ভাগ বসিয়ে মনের আনন্দে তা খেয়ে ফেলল গাধাটি। গরুগুলিও নিজেদের ভাগ ছেড়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকল।