ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
মাঝরাতে অখ্যাত একটি স্টেশন থেকে ট্রেনে উঠলেন এক তরুণ। এসি কামরায় টিকিট কাটা ছিল তাঁর। টিকিট মিলিয়ে বার্থে গিয়ে মালপত্র রেখে চাদর পেতে সবেমাত্র শুতে যাবেন তিনি। তখনই তরুণ দেখলেন যে, তাঁর কাছে কোনও বালিশ নেই। সঙ্গে সঙ্গে রেলের কর্মীকে ডাকলেন তিনি। কিন্তু এসি কামরার ভিতর যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ হল তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এই ঘটনার উল্লেখ করে একটি পোস্ট করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/ইন্ডিয়ানরেলওয়েজ়’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে লিখে এক তরুণ জানিয়েছেন, মাঝরাতে অখ্যাত স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন তিনি। এসি কামরায় টিকিট কাটা ছিল তাঁর। বার্থে গিয়ে মালপত্র রেখে চাদর পেতে শোবার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তাঁর বার্থে কোনও বালিশ রাখা ছিল না। সাধারণত, যাত্রীপ্রতি একটি করে বালিশ বার্থে রাখা থাকে।
বালিশ খুঁজে না পাওয়ায় রেলের কর্মীকে ডাকেন তরুণ। তাঁর কাছ থেকে বালিশ চাইতে তিনি জানান যে, কামরায় আর একটি বালিশও অবশিষ্ট নেই। কামরায় ঘোরাঘুরি করার সময় অন্য এক যাত্রীর দিকে নজর পড়ে তরুণের। তাঁর কাছে দু’টি বালিশ রয়েছে। তা সত্ত্বেও রেলকর্মীর কাছে আরও একটি বালিশ চাইছেন তিনি।
সেই যাত্রীর টিকিট নিশ্চিত হয়নি। তবুও বালিশের পর বালিশ সংগ্রহ করে চলেছিলেন তিনি। তরুণ পুরো ঘটনাটি পোস্ট করে লিখেছেন যে, ‘‘রেল কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীকে সুবিধা দিয়েছেন। কোনও যাত্রীকে কম, আবার কোনও যাত্রীকে বেশি সুবিধা দেননি। তাই যাঁর যতটুকু বরাদ্দ, ততটুকু গ্রহণ করাই প্রয়োজন। নিজের আরামের জন্য অন্যের অসুবিধা করা উচিত নয়।’’