Viral Video

তিন সপ্তাহ কাটতে না কাটতেই ‘চোরাই মাল’ ফেরত! পোষ্যের খেলনা ফিরিয়ে দিল পেঁচা, মজার ভিডিয়ো ভাইরাল

বাগান থেকে পোষ্য কুকুরের খেলনা নিয়ে পালিয়ে গিয়েছিল পেঁচাটি। তিন সপ্তাহ পর ‘চুরি’ করা খেলনা ফেরত দিয়ে গেল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ০৭:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রিয় খেলনা নিয়ে বাগানে খেলাধুলা করছিল পোষ্য কুকুর। তার পর সেখানেই খেলনাটি ফেলে চলে যায় সে। সুযোগ বুঝে খেলনাটি ‘চুরি’ করে পালিয়ে যায় একটি পেঁচা। তিন সপ্তাহ পর ‘চোরাই মাল’ ফেরত দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পেঁচা গাছের ডালে বসে রয়েছে। তার ঠোঁটে একটি খেলনা। খেলনা নিয়ে এ দিক-সে দিক ঘাড় নাড়িয়ে যাচ্ছে সে। আসলে, বাগান থেকে পোষ্য কুকুরের খেলনা নিয়ে পালিয়ে গিয়েছিল পেঁচাটি।

তিন সপ্তাহ পর ‘চুরি’ করা খেলনা ফেরত দিতে গেল সে। খেলনা মুখে নিয়ে গাছের ডালে বসে চারপাশে তদারকি করছিল পেঁচাটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘সততার পরিচয় দিল পেঁচাটি। চুরি করার পর মনে হয় কষ্ট পাচ্ছিল। তাই আবার নিজেই ফেরত দিতে এসেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement