Viral Video

রেলিংয়ে হেলান দিয়ে জল খেতে গিয়ে অঘটন, তিনতলা থেকে পড়েও বরাতজোরে প্রাণে বাঁচলেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

কিছু ক্ষণ বিশ্রাম নিতে দোকানের বাইরের বারান্দা থেকে উঠে পড়েন নাজ়ির। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে বসতেই টাল সামলাতে না পেরে সেখান থেকে পড়ে গেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকানের কাজকর্ম সারতে সারতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তরুণ। তাই সামান্য বিরতি নিয়েছিলেন তিনি। হাতে জলের বোতল নিয়ে রেলিংয়ের উপর বসে কিছু ক্ষণ বিশ্রাম করবেন বলে ভেবেছিলেন। কিন্তু তখনই ঘটল অঘটন। রেলিংয়ে ভর দিতে গিয়ে টাল সামলাতে পারলেন না তিনি। তিনতলার বারান্দা থেকে পা ফস্কে নীচে পড়ে গেলেন তরুণ। তবে অত উঁচু থেকে পড়ে গিয়েও বরাতজোরে প্রাণে বেঁচে গেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেডলি কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ রেলিংয়ের উপর বসতে গিয়ে টাল সামলাতে না পেরে নীচে পড়ে গেলেন। জোর শব্দ পেয়ে আরও দুই ব্যক্তি বারান্দায় ছুটে যান। ঝুঁকে পড়ে নীচে তাকান তাঁরা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রাজস্থানের জোধপুরের একটি কাপড়ের দোকানে ঘটেছে। ২৫ বছর বয়সি তরুণের নাম নাজ়ির। কাপড়ের দোকানে কাজ করেন তিনি। দোকানের বাইরের বারান্দায় কাজ করছিলেন তরুণ। কিছু ক্ষণ বিশ্রাম নিতে হাতে জলের বোতল নিয়ে সেখান থেকে উঠে পড়লেন নাজ়ির। বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে বসতেই টাল সামলাতে না পেরে সেখান থেকে পড়ে যান তিনি।

Advertisement

তিনতলার বারান্দা থেকে পড়েও বরাতজোরে বেঁচে গিয়েছেন নাজ়ির। রাস্তার ধারে একটি স্কুটার রাখা ছিল। নাজ়ির গিয়ে স্কুটারের উপর পড়েন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। জানা গিয়েছে, তিনতলা থেকে পড়ে যাওয়ার কারণে পায়ে চোট পেয়েছেন নাজ়ির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement