ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বন্ধুর বিয়ে উপলক্ষে গাড়িতে চেপে শোভাযাত্রা করে যাচ্ছিলেন তরুণেরা। বরযাত্রী যাওয়ার সময় আনন্দ মাত্রা ছাড়িয়ে গেল তাঁদের। হুডখোলা গাড়িতে চেপে যাচ্ছিলেন পাত্র। পিছনে সারি বেঁধে অন্য গাড়িতে যাচ্ছিলেন তাঁর বন্ধুরা। উল্লাসে মেতে চলন্ত গাড়ির ছাদে উঠে পড়লেন কয়েক জন। সেখানে দাঁড়িয়ে ‘স্টান্ট’ দেখাতে শুরু করলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পিভিটি_রানা.২২’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বরের পোশাকে হুডখোলা গাড়িতে বসে রয়েছেন পাত্র। তাঁর বন্ধুরা অন্য গাড়িতে পিছন পিছন আসছেন। বিয়ের শোভাযাত্রায় বেরিয়ে আনন্দে মেতে উঠেছেন তরুণেরা। চলন্ত গাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে পড়েছেন কেউ কেউ। গাড়ির ছাদে দাঁড়িয়ে বিপজ্জনক ভাবে ‘স্টান্ট’ও দেখাচ্ছেন তরুণেরা।
অন্য গাড়িতে থাকা তরুণেরা সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করছেন। সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুড়ে গঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘটেছে। ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ির ছাদে উঠে এমন কেরামতি দেখানোর ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে পুলিশের। গাড়িটি শনাক্ত করে তাঁদের কাছ থেকে ৩৪,৫০০ টাকা জরিমানা ধার্য করে উত্তরপ্রদেশ পুলিশ।