johnny depp

Johnny Depp: যৌনমিলন হয়েছিল, মদের বোতল ছুড়েও মেরেছিলেন জনি! এ বার সরব প্রাক্তন প্রেমিকা

অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জনি ডেপ। শুনানি চলছে ভার্জিনিয়ার আদালতে। সেখানে উঠে আসছে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

টেক্সাস (আমেরিকা) শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৫:০৫
Share:

জনির মদ্যপ স্বভাবের কথাও জানান এলেন


শুধু প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড নন, অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিকা এলেন বারকিনও। বৃহস্পতি বার আদালতে শুনানি চলার সময় ক্ষোভ উগরে দিলেন ৬৮ বছর বয়সি অভিনেত্রী।

বারকিন জানান, নব্বইয়ের দশকে জনির সঙ্গে কয়েক মাস সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের মধ্যে কয়েক বার যৌনমিলন হয়েছে। তবে সেই সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি জনির অত্যাচারের কারণেই।

অভিনেত্রীর দাবি, জনি ছিলেন প্রবল ঈর্ষাপরায়ণ। তীব্র তাঁর অধিকারবোধ। যার জেরে অশান্তি লেগেই থাকত। এলেনের পিঠে এক বার একটা আঁচড়ের দাগ দেখতে পেয়ে নাকি মারমুখী হয়ে উঠেছিলেন জনি। ভেবেছিলেন, অন্য কারও অঙ্কশায়িনী হয়েছেন তিনি। তা ছাড়া জনির মদ্যপ স্বভাবের কথাও জানান অভিনেত্রী। সারাক্ষণ রেড ওয়াইন খেতেন ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’-এর নায়ক। অসংলগ্ন আচরণ করতেন। এক বার লাস ভেগাসের হোটেলে এলেনকে মদের বোতল ছুড়ে মারতে গিয়েছিলেন জনি!

Advertisement


শুধু তাই নয়, পেশার জগতেও অনাচার করেছেন অভিনেতা, এমনটাই অভিযোগ। তিন দশক সেরা অভিনেতার তকমা গায়ে নিয়েও ভরাডুবি গিয়েছে তাঁর। জনির প্রাক্তন ব্যবসা-তদারক যশ ম্যান্ডেল জানান, ২০১৫ সালে অভিনেতার আর্থিক অনটন চরমে উঠেছিল।

অ্যাম্বারের সঙ্গে সম্পর্কের অবনতিও তার পরেই। আদালতে জনির প্রাক্তন স্ত্রী জানিয়েছিলেন, মধুচন্দ্রিমাতেই তাঁকে মেরে ফেলতে যাচ্ছিলেন অভিনেতা। তিক্ততার সূত্রপাত সেই থেকেই। দাম্পত্য জীবনে চরম গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন অ্যাম্বার, এমনটাই অভিযোগ আনেন।

শেষমেশ ২০১৭-তে বিচ্ছেদ জনি আর অ্যাম্বারের। তার পরেও কাদা ছোড়াছুড়ি শেষ হয়নি। ৫০ লক্ষ ডলার খরচ করে অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন জনি। সেই মামলার শুনানি চলছে ভার্জিনিয়ার আদালতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন