জয় লোপা একসঙ্গে

রবীন্দ্রসঙ্গীত নিয়ে আট বছর বাদে লোপামুদ্রা মিত্র আর জয় সরকার এবার নতুন করে গাঁটছড়া বাঁধছেন। লোপামুদ্রা প্রোডাকশনের থেকে প্রকাশিত হবে চারটে গানের অ্যালবাম আর মিউজিক ভিডিয়ো।

Advertisement
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ২৩:৫৯
Share:

রবীন্দ্রসঙ্গীত নিয়ে আট বছর বাদে লোপামুদ্রা মিত্র আর জয় সরকার এবার নতুন করে গাঁটছড়া বাঁধছেন। লোপামুদ্রা প্রোডাকশনের থেকে প্রকাশিত হবে চারটে গানের অ্যালবাম আর মিউজিক ভিডিয়ো। ‘‘২০০১ সালে জয় আর আমি রবীন্দ্রসঙ্গীতের প্রথম অ্যালবাম নিয়ে যখন কাজ করি, তখন গান নিয়ে দুজনের ঝগড়া এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, ডিভোর্স হতে হতেও হয়নি! এবার দেখা যাক কী হয়,’’ মজা করে বললেন লোপামুদ্রা। ফোনের ওপার থেকে শোনা যাচ্ছিল জয়ের অস্বস্তি, আপত্তি। জয় লোপার থেকে ফোনটা কেড়ে নিয়েই বললেন, ‘‘লোপা যে কী সব বলে চলে! লোপার সঙ্গে কাজ করতে গেলে ইন্সট্রুমেন্ট নিয়ে ভাবতে হয় না। ওর গায়কী এতটাই আধুনিক যে, ইচ্ছেমতো খেলা যায়।’’ নতুন অ্যালবামে তাই যেমন ড্রামও থাকবে, ল্যাটিন পারকাশনও থাকবে। ইলেকট্রনিক নয়, অরিজিনাল ইন্‌সট্রুমেন্ট দিয়েই তৈরি হবে অ্যালবাম। গান থাকবে— ‘এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘বহে নিরন্তর’, ‘মোর বীণা’, ‘আকাশ আমায় ভরল আলোয়’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন