যুবকের হাত কামড়ে ধরে সবুজ সাপ। ছবি: ইনস্টাগ্রাম।
যুবকের কব্জিতে কামড় বসাচ্ছে বিশাল সবুজ সাপ। দেখেও সাপটিকে কামড়াতে দিচ্ছেন যুবক। ধৈর্য ধরে বসে রয়েছেন চুপ করে! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। আর তাঁর কব্জি কামড়ে ধরে রেখেছে একটি সবুজ সাপ। যুবকের হাতে কামড় বসাচ্ছে সেটি। সাপটি সরু হলেও লম্বায় বেশ বড়। সাপটিকে কামড় বসাতে দেখেও যুবক কিন্তু চুপ করেই থাকেন। যিনি ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন, তাঁকে সাপটির বিষয়ে বলতে শুরু করেন। যুবক স্পষ্ট করেন, সবুজ সাপটি বিষাক্ত নয়। তাই তার কামড়ে গুরুতর কিছু ঘটবে না। তবে ব্যথা এবং ফোলা ভাব থাকতে পারে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্নেকরেসকিউইন্ডিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় এক কোটি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সাপের সঙ্গে ছেলেখেলা করতে নেই। ফল মারাত্মক হতে পারে। কেউ দয়া করে এই সব জিনিস করার চেষ্টা করবেন না।’’