(বাঁ দিকে) জুনেইদ খান (ডান দিকে) আমির খান। ছবি: সংগৃহীত।
দু’বার বিয়ে করেছেন আমির খান, দু’বারই বিয়ে ভেঙেছে। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেতা। মেয়ে ইরা খানের বিয়েতেই মিলেছে তার প্রমাণ। ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিয়ে। তার পর একটা লম্বা সময়ে দাম্পত্য জীবনে ছিলেন তাঁরা। ২০০২ সালে বিচ্ছেদ হয় আমির-রিনার। সেই প্রভাব কি পড়েছিলে প্রথম পক্ষের দুই সন্তান আইরা, জুনেইদের উপর? বাবা হিসেবে কেমন ছিলেন আমির? অবশেষে উত্তর দিলেন জুনেইদ।
‘মহারাজ’ ছবিতে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন আমিরের ছেলে জুনেইদ। যদিও ছবিমুক্তির পরেও প্রচার থেকে দূরেই থাকছেন তারকা-সন্তান। বলা ভাল, তথাকথিত ‘তারকা-সন্তান সুলভ’ আচরণও তাঁর নেই। খুব বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তাঁর স্বভাবে নেই। বরং স্পষ্টবাদীই জুনেইদ। তিনি তখন কিশোর, সেই সময় তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আজকে আমি যে মানুষ, তার অবদান আমার মায়ের। আমাকে একা হাতে মা বড় করে তুলেছে। তবে বাবাও খুব ভাল। যদিও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। কিন্তু যখনই আমার প্রয়োজন পড়েছে, আমার মা-বাবা ও বোনকে পাশে পেয়েছি। আমার বাবা যদি জানতে পারেন, তাঁকে আমাদের দরকার, সব কাজ ফেলে পুরো সময়টা আমাদের দেবেন।’’ উল্লেখ্য, বাবার মতো জুনেইদও সমাজমাধ্যম থেকে দূরে।