Entertainment News

অভিনয়ের পাশাপাশি বক্স অফিসেও ভাল ফল ‘জ্যেষ্ঠপুত্র’র

প্রসেনজিত্, ঋত্বিকের পাশাপাশি এই ছবিতে সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা করছেন দর্শকদের একটা বড় অংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০০:০৭
Share:

ছবির পোস্টারে ঋত্বিক এবং প্রসেনজিত্।

এক ভাই চেনা রাস্তা ছেড়েছেন বহুকাল। সাধারণের সীমানা ছাড়িয়ে তিনি এখন সুপারস্টার। আর এক ভাই রয়ে গিয়েছেন চেনা রাস্তা আঁকড়ে। দুই ভাইয়ের একযুগ পরে দেখা। দেখা বাবার মৃত্যুর পর।

Advertisement

ঠিক এ ভাবেই ‘জ্যেষ্ঠপুত্র’-কে ফ্রেমবন্দি করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। ইতিমধ্যেই এই ছবিকে ভালবাসছেন দর্শক। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, নন্দন, প্রিয়া, আইনক্স-সমেত বিভিন্ন সিনেমা হলে গত উইকেন্ডে হাউজ ফুল ছিল এই ছবি। বক্স অফিস রেজাল্টও ভাল।

‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তির আগে কৌশিক জানিয়েছিলেন, গত বছর ২৭ এপ্রিল মুক্তি পেয়েছিল তাঁর ‘দৃষ্টিকোণ’। ওই একই দিনে মুক্তি পেয়েছিল ‘অ্যাভেঞ্জার্স’। চলতি বছরেও ২৬ এপ্রিল ‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তির দিনেই মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ফলে ওয়ার্ল্ড সিনেমার সঙ্গে সমানতালে পারফর্ম করতে হয় তাঁকে। সেই পারফরম্যান্সে সব সময়ই দর্শক তাঁর পাশে থাকেন। ‘জ্যেষ্ঠপুত্র’ও ব্যতিক্রম নয়।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

প্রসেনজিত্, ঋত্বিকের পাশাপাশি এই ছবিতে সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা করছেন দর্শকদের একটা বড় অংশ। এ ছবি যেন অভিনেতাদেরই খোলা মাঠ— একবাক্যে এ কথাও মেনে নিচ্ছেন টলিপাড়ার কলাকুশলীরা।

আরও পড়ুন, ‘বাজলো তোমার আলোর বেণু’র ‘জাহ্নবী’ আসলে কেমন?

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement