Entertainment News

কার সঙ্গে দুর্গাপুজো সেলিব্রেট করছেন কাজল?

হাতে মাত্র তিন-চারটে দিন। কলকাতা জুড়ে সাজো সাজো রব। শেষ মুহূর্তের মাঞ্জা দিচ্ছে প্যান্ডেলগুলো। দুর্গাপুজোর সব প্রস্তুতি শেষ। এ বার ফাইনাল ম্যাচ। উত্সবের ছোঁয়া লেগেছে মুম্বইতেও। সামিল তারকারা। এর মধ্যেই দুর্গা পুজো সেলিব্রেশন শুরু হয়ে কাজলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ১৩:১৮
Share:

হাতে মাত্র তিন-চারটে দিন। কলকাতা জুড়ে সাজো সাজো রব। শেষ মুহূর্তের মাঞ্জা দিচ্ছে প্যান্ডেলগুলো। দুর্গাপুজোর সব প্রস্তুতি শেষ। এ বার ফাইনাল ম্যাচ। উত্সবের ছোঁয়া লেগেছে মুম্বইতেও। সামিল তারকারা। এর মধ্যেই দুর্গা পুজো সেলিব্রেশন শুরু হয়ে কাজলের।

Advertisement

কী ভাবে জানেন?

আসলে মুম্বইতে এখন চলছে নবরাত্রি উত্সব। সেখানেই আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা গেল কাজলকে। ছিলেন কাজলের খুড়তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায়। তখন প্যান্ডেলের পথে রওনা দেওয়া দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে পোজও দেন তাঁরা। এমনিতেই মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো মুম্বইতে বেশ জনপ্রিয়। বাড়ির মেয়েরা অর্থাত্ কাজল, রানিকে রীতিমতো ভোগ পরিবেশন করতেও দেখা গিয়েছে। সপরিবারে এ সময় হাজির থাকেন সকলেই। এ বার কিছুটা আগে থেকেই উত্সব শুরু করেছেন কাজল। সব মিলিয়ে সেলিব্রেশনের মুডে তারকারা।

Advertisement

আরও পড়ুন, আমার ফেলে আসা শৈশব, অন্য ভাবে বড় হয়ে ওঠা... সব মিলিয়ে আমার পুজোর সাজ

কাজল ও সর্বাণী।

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement