তামিল সংলাপ দেখে ফ্যাসাদে কাজল

ছবির ট্রেলার লঞ্চ করলেন আর বালকি এবং আনন্দ এল রাই। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, ধনুষের সঙ্গে কাজলের বেশ একটা টক্কর দেখা যাবে ছবিতে। এই ছবি ছাড়াও কাজল কাজ করছেন আনন্দ গাঁধীর সঙ্গে। প্রযোজনা অবশ্য অজয় দেবগণের।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ১২:৪০
Share:

সৌন্দর্য রজনীকান্ত পরিচালিত ‘ভিআইপি টু’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে সোমবার।

প্রায় কুড়ি বছর আগে তামিল ছবিতে ডেবিউ করেছিলেন কাজল। ‘মিনসারা কানাভু’ নামের সেই ছবি হিন্দিতে ‘স্বপ্নে’ বলে পরিচিত। এত দিন পর ফের দক্ষিণী ছবিতে দেখা যাবে কাজলকে।

Advertisement

সৌন্দর্য রজনীকান্ত পরিচালিত ‘ভিআইপি টু’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে সোমবার। তা দেখে কাজলের চরিত্রটা একটু ধূসর মনে হবে। ছবিতে কাজলের সঙ্গে রয়েছেন ধনুষ। কাজল নিজেও উচ্ছ্বসিত অন্য ভাষার ছবি করতে পেরে। বললেন, ‘‘সৌন্দর্য আর ধনুষকে ধন্যবাদ। ওরা না থাকলে আমি এই ছবিটা করার সাহস দেখাতে পারতাম না। অন্য ভাষা, যেটা ভাল মতো বুঝি না বলতেও পারি না, সেটায় অভিনয় করাটা বেশ কঠিন।’’

তবে কাজলকে রাজি করাতে সৌন্দর্য বা ধনুষকে বেশ বেগ পেতে হয়েছিল। ছবিতে তাঁকে তামিল বলতে হবে না, এই বলে নাকি কাজলকে প্রথমে রাজি করিয়েিছলেন দু’জনে। এটা ফাঁস করলেন কাজল নিজেই। বললেন, ‘‘প্রথমে এই সব বলেছিল। পরে দেখি, দু’পাতা লম্বা সংলাপ রেখেছে আমার জন্য। যার সবটাই তামিলে। কী ভাবে উতরেছি আমিই জানি।’’

Advertisement

ছবির ট্রেলার লঞ্চ করলেন আর বালকি এবং আনন্দ এল রাই। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, ধনুষের সঙ্গে কাজলের বেশ একটা টক্কর দেখা যাবে ছবিতে। এই ছবি ছাড়াও কাজল কাজ করছেন আনন্দ গাঁধীর সঙ্গে। প্রযোজনা অবশ্য অজয় দেবগণের। ট্রেলার লঞ্চে কাজলকে প্রশ্ন করা হয় হিন্দি ছবি হাতে নেই বলেই কি আঞ্চলিক ছবির দিকে ঝুঁকলেন? তাতে কাজলের জবাব, ‘‘আমি সব সময় ভাল স্ক্রিপ্টের দিকে ঝুঁকেছি। হিন্দি ছবি নেই বলে ‘ভিআইপি টু’ করছি, এটা একেবারেই ভুল কথা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement